মহাকাশ থেকে স্ট্যাচু অফ ইউনিটিকে কেমন দেখায়? ছবিতেই দেখুন
সুরাট: পৃথিবীর সবচেয়ে উচ্চতম মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’। সেটাই ছিল রেকর্ড, এবার তার সাথে যুক্ত হল নতুন পালক। মানুষের তৈরি এমন জিনিস খুব কমই আছে, যা মহাকাশ থেকেও দেখতে পাওয়া যায়। এবার সেই তালিকাতে যুক্ত হল গুজরাটের ১৮২ মিটার উচু ভারতের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’। চিনের প্রাচীর, স্পেনের গ্রিন হাউস, মিশরের পিরামিডের মতো গুটিকয় স্থাপত্যের মধ্যে চলে এল ভারতের এই মূর্তির নামও।
মার্কিন সংস্থার স্যাটেলাইটের সৌজন্যে ধরা পড়ল ‘স্ট্যাচু অফ ইউনিটি’। যা আপাতত নেটদুনিয়ায় আলোচনার শীর্ষে। টুইটারে দেওয়ার পরে ছড়িয়ে পড়েছে ছবিটি। মহাকাশ থেকে ঠিক কেমন দেখাচ্ছে বিশ্বের উচ্চতম মূর্তিটি, তাও এবার স্পষ্ট। সাধারণত স্যাটেলাইট থেকে তোলা পৃথিবীর কোনও বস্তুকে অত্যন্ত ছোট দেখতে লাগে। কিন্তু সুদূর মহাকাশ থেকেও সর্দার বল্লভভাই প্যাটেলের সুউচ্চ মূর্তি বেশ ঝকঝকে। এমন ছবি যে পর্যটকদের আকর্ষণ দ্বিগুণ করে দিল, তা বলাই বাহুল্য।
At 597 feet, India’s Statue of Unity is now the tallest statue in the world and clearly seen from space! Oblique SkySat image captured today, November 15, 2018. pic.twitter.com/FkpVoHJKjw
— Planet (@planetlabs) 15 November 2018
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির উদ্বোধন করেন। প্রায় ২,৯৮৯ কোটি টাকা ব্যয়ে মূর্তিটি তৈরি হয়। মূর্তিটির উচ্চতা ১৮২ মিটার। যা চিনের স্প্রিং টেম্পল বুদ্ধের থেকেও উঁচু। আগে এটিই ছিল সর্বোচ্চ মূর্তি। মূর্তিটি নিউ ইয়র্কের স্ট্যাচু অফ লিবার্টির দ্বিগুণ। ১৮০ কিলোমিটার বেগের ঝড় ও রিখটার স্কেলে ৬.৫ মাত্রার ভূমিকম্পেও এই স্থাপত্যের কোনও ক্ষতি হবে না। মূর্তির বুকে থাকা প্রদর্শনশালা দেখতে ওঠার জন্য রয়েছে দু’টি উচ্চগতি সম্পন্ন লিফট। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবেও ইতিমধ্যে সেটি উল্লেখযোগ্য হয়ে উঠেছে।