মুসলিমরা এভাবে আর কতদিন বোকামো করবে, প্রশ্ন তসলিমার
নয়াদিল্লি: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন। শনিবার সকালে নিরাপত্তাবাহিনীর চেকপয়েন্টে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, আমি নিষ্পাপ মুসলিমদের বিরোধী নই। আমি নিপীড়িত মুসলিমদের পাশে আছি। ঠিক যেমন আমি নিপীড়িত হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টানদের পাশে আছি।
টুইটারে তসলিমা নাসরিন লিখেছেন, সোমালিয়ায় এতগুলো নিষ্পাপ মানুষের মৃত্যু হয়েছে। এতে কী লাভ হল? এতে কি সত্যিই ইসলামের কোনও লাভ হল? না, হল না। আর কতদিন মুসলিমরা এভাবে নিজেদের বোকামো করবে?
A Somalian suicide car bomber killed 65 innocent people today. What has he achieved really? He gets death. Is Islam benefitted? Not really. How long Muslims will continue showing their stupidity?
— taslima nasreen (@taslimanasreen) December 28, 2019
টুইটে তসলিমা বলেন, আমি ইসলাম ধর্মের বিরোধী এর নারী-বিদ্বেষ আর পিতৃতন্ত্রের দাপটের জন্য। কিন্তু আমি নিষ্পাপ মুসলিমদের বিরোধী নই। আমি নিপীড়িত মুসলিমদের পাশে আছি। ঠিক যেমন আমি নিপীড়িত হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টানদের পাশে আছি।
I am critical of Islam the religion for its misogyny and patriarchy but i am not against innocent Muslims. I stand by oppressed Muslims as much as i stand by oppressed Hindus, Buddhists, Christians..
— taslima nasreen (@taslimanasreen) December 28, 2019
ইসলামপন্থী গোষ্ঠী আল-শাবাব রাজধানীতে প্রায়ই এ ধরণের আক্রমণ চালিয়ে থাকে। প্রত্যক্ষদর্শী জাকারিয়া আবদুকাদি বলেন, আমি দেখেছি চারদিকে বহু মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। অনেকের দেহ এমনভাবে পুড়ে গেছে যে চেনার কোন উপায় নেই।