Sunday, March 16, 2025
রাজ্য​

‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’ না বলায় অধ্যাপককে পেটালো তৃণমূল

হুগলি: ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল জিন্দাবাদ’ না বলায় হুগলির কোন্নগরের নবগ্রাম হীরালাল পাল কলেজের অধ্যাপক ও ছাত্রীদের মারধর করেছে তৃণমূল কংগ্রেস।

মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল জিন্দাবাদ না বলায় কলেজের বেশ কয়েকজন ছাত্রীকে আটকে রাখে টিএমসিপি। তাদের ছাড়াতে গিয়েছিলেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়। সেই সময় অধ্যাপকের ওপর হামলা হয়। পরে তৃণমূল ছাত্রপরিষদের অপর একটা অংশ অধ্যাপক ও ছাত্রীদের রক্ষা করে।

কলেজের নিগৃহীত অধ্যাপককে ফোন করে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করেন। ফোনে দুঃখপ্রকাশ করেন তিনি। পাশে আছেন বলে আশ্বাস দিয়েছেন।

এদিকে অধ্যাপকের উপর হামলার ভিডিও টুইট করে বিজেপি। দলের কর্মীদের আচরণের ব্যাখ্যা কী ভাবে দেবেন মমতা, প্রশ্ন করা হয় টুইটে।

উল্লেখ্য, সুব্রতবাবুকে মারধরের অভিযোগে সন্দীপ পাল ও বিজয় সরকার নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।