Thursday, December 5, 2024
দেশ

দুইয়ের বেশি সন্তান থাকলে ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত: রামদেব

নয়াদিল্লি: আমার মতো অবিবাহিতদের সম্মান জানানো উচিত, আর যাঁদের দুটির বেশি সন্তান, তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া দরকার। রবিবার এমনটাই মন্তব্য করলেন যোগগুরু রামদেব। তিনি বলেন, আমার মতো যারা বিয়ে করেনি, তাঁদের সম্মান করা উচিত দেশের। আর বিয়ে করলেও, যদি কেউ দুটির বেশি সন্তানের জন্ম দেয়, তাহলে তাঁর ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত। তাঁর এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

রবিবার হরিদ্বারে নিজের আশ্রমে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রামদেব বলেন, যারা অবিবাহিত তাঁদের বিশেষ সম্মান দেওয়া উচিত। তাঁর কথায়, এদেশে যারা বিয়ে করেন না, তাদের সম্মানিত করা উচিত। আর যে দম্পতিরা বিয়ে করেন, তাদের সাবধান করে দেওয়া উচিত যে, দু’টির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না।

তবে এবারই প্রথম নয় এধরনের মন্তব্য তিনি আগেও করেছেন। এর আগে তিনি বলেছিলেন, মানুষ সারা জীবন নিজের পরিবারের জন্য খেটে যায়। অথচ আমায় দেখুন, আমার স্ত্রীও নেই, সন্তানও নেই। তবুও আমি কত ভালো রয়েছি। তবে তিনি  স্বীকার করে নিয়েছেন যে, পরিবারের দায়িত্ব সামলানোও খুব সহজ কাজ নয়।

রামদেব আরও বলেন, আমি পরিবারের মতো ব্যাগেজ নিয়ে ঘুরে বেড়াই না। আমি বরং ব্র্যান্ড তৈরি করেছি। আর আজ যদি আমার সন্তান থাকত, তাহলে তারা সংস্থার অধিকার দাবি করত। সেক্ষেত্রে আমায় বলতে হত, পতঞ্জলি তাঁদের বাবার সম্পত্তি নয়, এটা দেশের সম্পদ।