রাজস্থানে আশ্রয় নেওয়া পাকিস্তানি হিন্দু শরণার্থীদের প্রত্যার্পণ আটকালেন অমিত শাহ
জয়পুর: ছয় সদস্যকে এক পাকিস্তানি হিন্দু পরিবার ছ’বছর আগে পাকিস্তান থেকে পালিয়ে রাজস্থানে আশ্রয় নিয়েছিল। তাঁরা ভারতে আশ্রয় প্রার্থনা করেছিল, তবে তাঁদের পাকিস্তানে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় রাজস্থানের কংগ্রেস সরকার। এই ঘটনার প্রতিবাদে সরব হয় দেশের হিন্দু সমাজ। তবুও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে কংগ্রেস সরকার। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাতে হস্তক্ষেপ করলেন। আটকে দিলেন ওই পাকিস্তানি হিন্দু পরিবারের প্রত্যার্পণ।
নিষাধাজ্ঞাই জারি করলেন ওই পাকিস্তানি হিন্দু শরনার্থীদের ভারত থেকে বের করে দেওয়ার বিরুদ্ধে। স্বরাষ্ট্রমন্ত্রকের নিজস্ব ক্ষমতায় পাকিস্তান থেকে বাস্তুচ্যুত হয়ে আসা শরনার্থীদের ফের ওদেশে ফিরে যাওয়া আটকে দিয়েছে। শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রক রাজস্থান সরকার কর্তৃক ওই পাকিস্তানি হিন্দু শরণার্থী পরিবারকে নির্বাসিত করার বিষয়ে দেওয়া আদেশে স্থগিতাদেশ জারি করে।
উল্লেখ্য, সংসদের শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করতে মরিয়া মোদী সরকার। ওই বিলে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে যদি হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি এবং খ্রিস্টান ধর্মের লোক এদেশে চলে আসেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে।
জানা গেছে, গত কয়েক দশকে পাকিস্তান থেকে অত্যাচারিত হয়ে ভারতে পালিয়ে এসেছেন হাজার হাজার হিন্দু। ভিসার মেয়াদ শশেষ হয়ে যাওয়ার পরেও তাঁরা থেকে গিয়েছেন রাজস্থানে। যোধপুরে রয়েছেন বড় সংখ্যক হিন্দু শরণার্থী। এছাড়া পাকিস্তান সীমান্তে অবস্থিত বারমের, জয়সলমির, জালোর এবং বিকানিরেও বহু হিন্দু শরণার্থী বসবাস করছেন। সব মিলিয়ে রাজস্থানে ২০ থেকে ৩০ হাজার হিন্দু শরণার্থী আছেন বলে খবর।