বিসিসিআইয়ের সম্পাদক হচ্ছেন অমিত শাহের পুত্র জয়
মুম্বাই: সর্বসম্মতিক্রমে বিসিসিআইয়ের নয়া সভাপতি পদে বসছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট প্রশাসক হিসেবে অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও কার্যকারিতার বিচারেই মহারাজ বিসিসিআইয়ের সভাপতি হওয়ার দৌড়ে সব প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে দিয়েছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত পুত্র জয় শাহ হচ্ছেন সচিব। গুটরাত ক্রিকেট সংস্থায় গুরুত্বপূর্ণ পদে অনেকদিন ধরেই রয়েছেন জয়।
রবিবার রাতে বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন বিসিসিআইয়ের নতুন সভাপতি হিসাবে নিজেদের পছন্দের প্রার্থীর নাম প্রস্তাব করে। উল্টোদিকে বিসিসিআইয়ের আরেক প্রাক্তন প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর ওই পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাব করেন।
তবে প্রতিবারের মতো এবারও বিষয়টিতে হস্তক্ষেপ করে কেন্দ্র। এ ব্যাপারে এক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দফায় দফায় বৈঠক করে বলে জানা গিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও নাকি ওই মন্ত্রী অমিত শাহের সঙ্গে একাধিকবার বৈঠক করেন বলে খবর। দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকার পাশাপাশি বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন বা সিএবির সভাপতি পদে অভিজ্ঞতা মহারাজকেই এই পদের যোগ্য বলে মনে করা হয়েছে বলে খবর।
আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্য়ান হচ্ছেন কর্নাটক ক্রিকেট বোর্ডের ব্রিজেশ প্যাটেল। বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমালকে সংস্থার কোষাধ্যক্ষ হচ্ছেন বলে খবর।