Monday, November 17, 2025
দেশ

পুরোপুরি সুস্থ হয়ে এইমস হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অমিত শাহ

নয়াদিল্লি: শনিবারই দিল্লির এইমস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, সুস্থ হয়ে উঠেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। সোমবার সকালে এইমস থেকে ছাড়া পেলেন অমিত শাহ।

২ আগস্ট করোনা আক্রান্ত হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন অমিত শাহ। রিপোর্ট নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। তবে তার কিছুদিনের মধ্যেই ১৮ আগস্ট গভীর রাতে ফের হাসপাতালে ভর্তি হয় তাঁকে। করোনা পরবর্তী শারীরিক কিছু সমস্যার জন্য দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি হন তিনি। সোমবার সকালে ছাড়া পেলেন তিনি।

এইমস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা পরবর্তী শুশ্রুষার জন্য দিল্লির এইমসে ভর্তি হয়েছিলেন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং সোমবার তাঁকে ছেড়ে দেওয়া হলো। ১৫ দিনের মাথায় তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হল।

সোমবার সকালে টুইটারে দেশবাসীকে ওনামের শুভেচ্ছাও জানিয়েছেন অমিত শাহ। উল্লেখ্য, AIIMS হাসপাতালে থেকেই দফতরের কাজ করেছেন অমিত শাহ। এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়ার নেতৃত্বাধীন চিকিৎসকের দল অমিত শাহের শারীরিক অবস্থার উপর নজর রেখেছিলেন।