Friday, June 20, 2025
Latestদেশ

মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠনের কাজ শুরু করে দিল মোদী সরকার

নয়াদিল্লি: শনিবার ঐতিহাসিক রায়ে সর্বসম্মতভাবে সুপ্রিম কোর্ট জানিয়েছে, অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি পাবে রাম লালা। সোমবার থেকে রাম মন্দির নির্মাণের জন্য ট্রাস্ট তৈরির কাজ শুরু করে দিল কেন্দ্রের মোদী সরকার। সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, শীর্ষস্তরের মন্ত্রকের উচ্চপদস্থ কর্মকর্তা, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রক থাকবে এই বোর্ডে। তাঁরাই ট্রাস্ট গঠন সম্পর্কে সিদ্ধান্ত নেবে।

সূত্রের খবর, সতর্কতার সঙ্গে এগোনোর জন্য বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং সুপ্রিম কোর্টের রায় ভালো করে পড়ে নিয়ে, কোন কোন পক্ষকে যোগ করা যাবে তা জানতে বলা হয়েছে। আইনমন্ত্রক এবং অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপালের থেকে আইন পরামর্শ নিতে বলা হয়েছে।

সরকারি এক উচ্চ পদস্থ আধিকারিক বলেছেন, আইনমন্ত্রক এহং অ্যাটর্নি জেনারেলের থেকে আইনি পরামর্শ নেওয়া হবে যে, কিভাবে ট্রাস্ট গঠন করা হবে, যারা সঠিকভাবে অযোধ্যায় রাম মন্দির তৈরি করতে পারবে। ওই আধিকারিক আরও বলেন, হিসাব করার কাজ চলছে, তবে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আরেক আধিকারিক বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক নাকি সংস্কৃতি মন্ত্রক, কারা ট্রাস্টের দায়িত্বে থাকবেন, তা এখনও পরিষ্কার নয়।

কেন্দ্রের প্রস্তাবে বলা হয়েছে, যেহেতু এটি একটি অত্যন্ত রাজনৈতিক স্পর্শকাতর বিষয়। সেজন্যে প্রাপ্য সময় পুরোটাই নেওয়া হবে যাতে একটি শক্তপোক্ত রাস্তা বের করা যায়। ট্রাস্ট তৈরির জন্য কেন্দ্রীয় সরকারকে তিন মাসের সময় দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ।