Monday, June 16, 2025
Latestদেশ

বারামুল্লা থেকে গ্রেফতার হিজবুল জঙ্গি জুনেইদ ফারুক

বারামুল্লা: বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের বারামুল্লা থেকে গ্রেফতার করা হল হিজবুল মুজাহিদিন জঙ্গি জুনেইদ ফারুককে। শনিবার জুনেইদকে বারামুল্লার তাপার পাট্টান থেকে গ্রেফতার করা হয়েছে। উপত্যকায় একাধিক জঙ্গি নাশকতার সঙ্গে জড়িয়েছিল জুনেইদের নাম।

জম্মু ও কাশ্মীরের বারামুল্লা রেঞ্জের ডিআইজি এম সুলেমান বলেন, হিজবুল মুজাহিদিন জঙ্গি জুনেইদ ফারুককে গ্রেফতার করেছেন জম্মু-কাশ্মীর পুলিস, সেনা ও সিআরপিএফ। ফারুককে ধরার জন্য তাপার পাট্টানে জাল পাতা হয়েছিল। ফারুকের কাছ থেকে একটি পিস্তল, ১৩ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।


এদিকে, শুক্রবার রাতে গুলির লড়াইয়ে খতম হয়েছে লস্কর জঙ্গি নাভেদ আহমেদ ও আকিব ইয়াসিন। জম্মু ও কাশ্মীরে একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল ওই দুজন।

জম্মু ও কাশ্মীরের ডিআইজি দিলবাগ সিং জানিয়েছেন, ২০২০ সালে মোট ১২টি অভিযানে ২৫ জঙ্গির মৃত্যু হয়েছে। এছাড়া ৪০ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।