Wednesday, November 19, 2025
দেশ

বিরাট বড় সাফল্য, এনকাউন্টারে খতম হিজবুলের প্রধান কম্যান্ডার সইফুল্লাহ

শ্রীনগর: বিরাট বড় সাফল্য ভারতীয় সেনার। জম্মু-কাশ্মীরের শ্রীনগরে এনকাউন্টারে খতম হিজবুল মুজাহিদিনের নতুন প্রধান সইফুল্লাহ মীর। পুলিশ জানিয়েছে, এই অভিযান জঙ্গি দমনের বিরুদ্ধে বিরাট সাফল্য। জীবন্ত অবস্থায় গ্রেফতার করা হয়েছে আরও একজন সন্ত্রাসবাদীকে।

জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি (কাশ্মীর রেঞ্জ) বিজয় কুমার জানিয়েছেন, গোপন সূত্রে শ্রীনগরের রাংরেত (Rangreth) এলাকায়  জঙ্গি লুকিয়ে থাকার খবর মেলে। খবরের পেয়ে যৌথ অভিযান চালায় পুলিশ ও সিআরপিএফ। অভিযানে যোগ দেয় ভারতীয় সেনা জওয়ানরাও।

তল্লাশি অভিযানের সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। এরপর শুরু হয় গুলির লড়াই। লড়াইয়ে এক জঙ্গি নিহত হয়। পাশাপাশি, আরেক জঙ্গিকে জীবিত পাকড়া করা হয়।

পুলিশ জানিয়েছে, মৃত জঙ্গি জম্মু ও কাশ্মীরের হিজবুল মুজাহিদিনের (Hizbul Mujahideen) প্রধান কমান্ডার সইফুল্লাহ মীর। দেহ শনাক্তের জন্য নিহতের পরিবারের সদস্যদের ডাকা হয়েছে।

আইজি বিজয় কুমার জানিয়েছেন, চলতি বছরে সইফুল্লাহকে নিয়ে দ্বিতীয় হিজবুল প্রধানকে নিকেশ করা হল। এর আগে গত মে মাসে পুলওয়ামায় এনকাউন্টারে আরেক অপারেশনাল কম্যান্ডার রিয়াজ নাইককে খতম করা হয়েছিল। রিয়াজ নাইকের মৃত্যুর পর সইফুল্লাহকে হিজবুলের নয়া প্রধান করা হয়। সইফুল্লাহকে খতম করা আমাদের কাছে বিরাট বড় সাফল্য।