২৫ নভেম্বর প্রয়োজনে অযোধ্যায় ১৯৯২ সালের পুনরাবৃত্তি হবে: বিজেপি বিধায়ক
লখনউ: ১৯৯২ সালে অযোধ্যার রাম মন্দির নিয়ে যে আন্দোলন হয়েছিল, সেটার পুনরাবৃত্তি হতে পারে, বলে জানালেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা তথা বিধায়ক সুরেন্দ্র সিং। অযোধ্যা মামলার শুনানি নিয়ে সুপ্রিম কোর্টের ‘টালবাহানা’য় গভীর অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। সুরেন্দ্র সিং বলেন, প্রয়োজন পড়লে আগামী রবিবার অর্থাৎ ২৫ নভেম্বরে অযোধ্যায় ১৯৯২ সালের ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হবে।
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে ১৯৯২ সালে বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর নেতৃত্বে ‘রথযাত্রা’ হয়েছিল দেশজুড়ে। রাম মন্দির নিয়ে হওয়া এই রথযাত্রা সেই সময় বিরাট আকার ধারণ করেছিল। হিন্দু কর সেবকরা অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলে। কর সেবকদের দাবি ছিল, অযোধ্যায় বাবরি মসজিদের এলাকাতেই এক সময় ছিল রামমন্দির।
BJP MLA Surendra Singh has declared open defiance to the constitution by saying that he’ll rally for Ram Temple construction on 25th Nov itself even if it requires breaking the law & going against the constitution #PoliticsOverAyodhya pic.twitter.com/0V05DhkqZc
— TIMES NOW (@TimesNow) 23 November 2018
১৯৯২ সালের প্রসঙ্গ টেনে এনে বালিয়া জেলার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং বলেন, পরিস্থিতি বদলে গেলে আমরা আইন নিজেদের হাতে নিয়ে নেব। যাতে এই জায়গাতেই রাম মন্দির হয় তা নিশ্চিত করব। তাঁর কথায়, আইন, সংবিধান মেনে রাম মন্দির হবে। অথবা অন্য যেকোনও উপায় অবলম্বন করতে হবে।
প্রসঙ্গত, ২৫ নভেম্বর রবিবার অযোধ্যায় ধর্ম সভার আয়োজন করা হয়েছে। সেই সভায় উপস্থিত থাকবে বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বজরং দল, হিন্দু যুব বাহিনীর মতো হিন্দুত্ববাদী সংগঠনের নেতা-কর্মীরা। সেখানে রাম মন্দির তৈরির জন্য জোরালো দাবি জানানো হবে।