Friday, March 21, 2025
রাজ্য​

বাংলায় এনআরসি হলে হিন্দুদের ভয় নেই, বাংলাদেশি মুসলিমদের তাড়ানো হবে: দিলীপ ঘোষ

কলকাতা: অসমের কায়দায় নয় বাংলা ফরম্যাটে বাংলাদেশ থেকে আসা মুসলিম ও রোহিঙ্গাদের তাড়াতে পশ্চিমবঙ্গে এনআরসি করা হবে। এমনটাই জানালেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি, দিলীপের আশ্বাস, হিন্দুদের ভয় পাওয়ার কোনও কারণ নেই। হিন্দুদের কাউকেই তাড়ানো হবে না। ফলে উদ্বাস্তু হিন্দুরা এবার এনআরসি রাজনীতি থেকে ভীতি কাটিয়ে মনের আনন্দে পুজো উপভোগ করতে পারবেন।

দিলীপ ঘোষকে এদিন সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয়, বাংলায় বিজেপির এনআরসি চালুর হুঁশিয়ারিতে আতঙ্ক তৈরি হয়েছে উদ্বাস্তু হিন্দুদের মধ্যে। তৃণমূলের প্রবল আন্দোলনে আতঙ্ক আরও বেড়েছে। তার উপর অসমে ১৯ লাখ নাগরিক এনআরসির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

সব শুনে দিলীপ ঘোষের স্পষ্ট জবাব, হিন্দুদের কোথাও পাঠানো হবেনা। তাড়ানো হবে বাংলাদেশি মুসলিমদের ও রোহিঙ্গাদের। হিন্দুদের পাঠানো আর মুসলিমদের তাড়ানো। একথা শুনেই চারপাশের মানুষের মুখে তখন হাসির ঝিলিক। দিলীপবাবু জানান, অসম ফরম্যাটে নয় এরাজ্যে এনআরসি হবে বাংলা ফরম্যাটে।

দিলীপ ঘোষ বলেন, প্রায় ২ কোটি বাংলাদেশি মুসলিম ঢুকেছে। এর মধ্যে এক কোটি রয়েছে পশ্চিমবঙ্গে। বাকি এক কোটি সারা দেশে ছড়িয়ে পড়েছে। দিলীপবাবুর সাফ হুঁশিয়ারি, সব বিরোধীদল এক হলেও বাংলায় এনআরসি আটকাতে পারবে না। তবে ওপার বাংলায় (বাংলাদেশ) অত্যাচারিত পীড়িত, হিন্দুদের ভারতে থাকার সুযোগ দেব। হিন্দুদের নাগরিকত্ব দেওয়া হবে ভারতে। একজন হিন্দুও ভারতের বাইরে যাবেনা।