শুধু বাংলাদেশ কেন, মঙ্গলগ্রহ থেকে আসা হিন্দুদের জন্যও থাকবে ছাড়: সায়ন্তন বসু
কলকাতা: অসমে এনআরসি চালু হওয়ার পর পশ্চিমবঙ্গের মানুষের মনে দানা বেধেছে নানা সংশয়ের। উত্তর-দক্ষিণ চব্বিশ পরগনা, কোচবিহার, আলিপুরদুয়ারের মতো সীমানাবর্তী জেলা বা মালদহ, দক্ষিণ দিনাজপুরের মতো বাংলাদেশ ঘেঁষা জেলাগুলিতে এই সংশয়ের মাত্রা অনেকটাই বেশি।
স্থানীয়দের দাবি, এর পিছনে যথেষ্ট কারণও রয়েছে। প্রথমত, অসমে যে ১৯ লাখ লোকের নাম এরআরসি তালিকা থেকে বাদ পড়েছে, তার মধ্যে নাকি ১২ লাখ হিন্দু— এমন কথা ছড়িয়েছে এই সব জেলায়। দ্বিতীয়ত, অনেক গোর্খা এবং রাজবংশীদের নামও আসেনি ওই তালিকায়।
সব মিলিয়ে হাওয়া বিজেপির বিপরীতেই বইছে, তাই অবস্থা বুঝে রাজ্যের মানুষদের সংশয় কাটাতে বার্তা দেওয়া প্রয়োজন, মনে করছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। তারই প্রেক্ষিতে মঙ্গলবার এনআরসি প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন, বাংলায় এনআরসি হতেই পারে। কিন্তু এক জন হিন্দুর নামও তালিকা থেকে বাদ যাবে না। সেই হিন্দু বাংলাদেশ থেকে আসুন, আফগানিস্তান থেকে কিংবা মঙ্গলগ্রহ থেকে আসুন না কেন।
বিজেপি নেতা সায়ন্তন বসু আরও জানান, তৃণমূলের বাধা দেওয়ায় আটকে যায় নাগরিকত্ব সংশোধনী বিল। বাংলায় এনআরসি চালু করার আগে যেটি আমরা রাজ্যসভায় পাশ করাব। তবে এনআরসি নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের ক্ষেত্রে আলাদা নীতি কেন? এমন প্রশ্নের জবাবে সায়ন্তন বসু বলেন, এ নিয়ে আমাদের দলের কোনও দ্বিচারিতা নেই। কারণ, দেশটা ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতেই।