NRC নিয়ে হিন্দুদের কোনও চিন্তা নেই, শুধুমাত্র বাংলাদেশি মুসলিমদের তাড়ানো হবে: সায়ন্তন বসু
ডুয়ার্স: এনআরসি নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। তৃণমূল বলছে, বাংলায় এনআরসি চালু করতে দেওয়া হবে না। বিজেপি চাইছে, এনআরসি কার্যকর করে বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা মুসলিমদের তাড়ানো হবে। যার ফলে রাজ্যের হিন্দু উদ্বাস্তু ও শরণার্থী হয়ে আসা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এহেন পরিস্থিতিতে ডুয়ার্সে গিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।
সায়ন্তন বসু বলেন, এনআরসি নিয়ে চিন্তার কোনও কারণ নেই। এনআরসির মাধ্যমে শুধুমাত্র বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা মুসলিমদেরই তাড়ানো হবে। প্রতিবেশী দেশ থেকে কোনও হিন্দু ভারতে এসে থাকলে তাঁরা অনুপ্রবেশকারী নয়, সরকার তাঁদের শরণার্থী হিসাবে দেখবে। বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিম ভারতে এসেছে তাদের কোনও ভাবেই এদেশে থাকতে দেওয়া হবে না।
সায়ন্তন বসু বলেন, তৃণমূল যতই প্রতিবাদ করুক না কেন কোনও লাভ হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুসলিমদের মরা কান্না কাঁদলেও আমাদের কিছুই করার নেই। আমরা বাংলাদেশের মুসলিমদের কোনওভাবেই এদেশে থাকতে দেব না। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে সায়ন্তন বসু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে উনি এনআরসি রুখে দেখাক, সংসদে নাগরিকত্ব বিলের বিরোধিতা করে দেখাক।
এর আগে সোমবার মেদিনীপুরের চাঁদড়ায় এক সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে হিন্দুরা আসুক না কেন, তাঁরা ভারতেই থাকবে। তবে বাংলাদেশ ও পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। আর অনুপ্রবেশকারীদের হয়ে যারা কথা বলবে, তাদেরও ঘাড়ধাক্কা দিয়ে তাড়ানো হবে।