Tuesday, March 25, 2025
দেশ

সবচেয়ে উগ্র হিন্দুধর্ম: কংগ্রেস প্রার্থী উর্মিলা মাতণ্ডকর

মুম্বাই: লোকসভা ভোটের প্রচার করতে শুরু করার পর অভিনেত্রী তথা মুম্বাই উত্তরের কংগ্রেস প্রার্থী উর্মিলা মাতণ্ডকর সনাতন ধর্মকে আক্রমণ করে বসেছেন। বলেছেন, এটি সবচেয়ে উগ্র ধর্ম।

একটি সাক্ষাৎকার দিতে গিয়ে উর্মিলা বলেছেন, মোদী সরকারের আমলে এই ধর্মকে সম্পূর্ণ অন্যভাবে জনগণের সামনে উপস্থিত করা হয়েছে। যে সনাতন ধর্ম সহিষ্ণুতার জন্য বিখ্যাত, মোদীর আমলে সেই সনাতন ধর্মই সবচেয়ে উগ্র হয়ে গিয়েছে।

উর্মিলা মাতণ্ডকর বলেন, সবচেয়ে দুঃখজনক ব্যাপার, এই জঘন্য কাজগুলি দিনের পর দিন প্রশংসিত হয়ে আসছে। মানুষকে এসব বিশ্বাস করাতে বাধ্য করা হচ্ছে। আর বরাবরের ন্যায় সমাজ তা মেনেও নিচ্ছে বলে অভিযোগ তুলেছেন উর্মিলা। কংগ্রেস প্রার্থীর এই মন্তব্যে উঠেছে সমালোচনার ঝড়।