খুলনাসহ হিন্দু অধ্যুষিত পাঁচটি অঞ্চল ভারতকে দিয়ে দিক বাংলাদেশ: তপন ঘোষ
কলকাতা: মৌলালি যুব কেন্দ্রের বিবেকানন্দ অডিটোরিয়ামে ‘সৃজন’ এবং ‘সিংহবাহিনী’ নামে দুটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেতা তপন ঘোষ বলেন, প্রতিবার বাংলাদেশের উগ্র ইসলামিস্টরা অত্যাচার করে হিন্দুদের পশ্চিমবঙ্গে আসতে বাধ্য করে। এরা কোথায় যাবে এটা ভেবে আমরাও ওদের এদেশে আশ্রয় দিয়ে দিই। আর এতেই ওরা পেয়ে বসেছে। এরপর বাংলাদেশ থেকে একজন হিন্দুও যদি ভারতে আসে তার বাসস্থানের জন্য প্রয়োজনীয় জায়গা আমরা ছিনিয়ে নেব। নাহলে খুলনা এবং হিন্দু অধ্যুষিত পাঁচটি অঞ্চল ভারতকে দিয়ে দিক বাংলাদেশ।
তপনবাবু বলেন, পূর্ব পাকিস্তান ও পরে বাংলাদেশে থেকে অত্যাচারিত হয়ে ভারতে আসছে হিন্দুরা। তাদের আশ্রয়ও দেয়া হচ্ছে। তাই এবার থেকে বাংলাদেশ যদি হিন্দুদের আশ্রয় দিতে না পারে তাহলে তাদের থাকার জন্য জায়গা ছেড়ে দিক ভারতকে। নাহলে ভারতের সেনাবাহিনী বাংলাদেশে ঢুকে হিন্দুদের স্বার্থরক্ষা করুক। যদিও একটি সার্বভৌম রাষ্ট্র্রের সীমান্ত কী করে অতিক্রম করবে ভারতের সেনা সেই বিষয়টি খুলে বলেননি তপন ঘোষ ৷
এদিনের সম্মেলনে শুধুমাত্র বাংলাদেশী হিন্দুদের স্বার্থ নিয়ে নয়। আলোচনা করা হয় ভারত থেকে গো মাংস রফতানি বন্ধ, ভারতীয় সংবিধানের ৩৫(ক) এবং ৩৭০ ধারার বিলোপ এবং কেন্দ্রীয় সরকারের দ্বারা ধর্মীয় স্বাধীনতা আইনের সংস্কারের মত বিষয় নিয়েও। এদিনের এই সম্মেলনে দিল্লি, অসম থেকেও অনেকে অংশগ্রহন করেছিলেন বলে জানা গেছে।