নাথুরাম গডসের ফাঁসির দিন ‘বলিদান দিবস’ হিসেবে পালন করল হিন্দু মহাসভা
ভোপাল: নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি গুলি করে হত্যা করেছিলেন। সেই হত্যাকারী নাথুরাম গডসে এবং তার প্রধান সহযোগী নারায়ণ আপ্তেকে ১৯৪৯ সালের ১৫ নভেম্বর ফাঁসি দেওয়া হয়। ফাঁসির ৭০ বছর পালন করল মধ্যপ্রদেশের দৌলতগঞ্জের হিন্দু মহাসভা অফিসে। নাথুরাম ও নারায়ণের ছবিতে মালা পরিয়ে, ভজন গেয়ে এবং আরতি করে ‘বলিদান দিবস’ হিসেবে পালিত হল।
এ প্রসঙ্গে হিন্দু মহাসভার শীর্ষ কর্মকর্তা জয়বীর ভরদ্বাজ বলেন, এমনটা প্রথমবার নয়, আমরা এর আগেও নথুরাম গডসে এবং নারায়ণ আপ্তের হত্যার দিনটিকে বলিদান দিবস হিসেবে পালন করে আসছি। এই কর্মসূচির পরে, মহাসভার নেতারা স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদেরকে মুখ্যমন্ত্রী কমলনাথের জন্য একটি দাবিপত্রও জমা দেন। এই দাবিপত্রে চারটি দাবি জানানো হয়েছে।
প্রথম দাবি- ট্রায়াল কোর্টের কাছে গডসের বয়ানকে স্কুলশিক্ষার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হোক, যাতে তরুণ প্রজন্ম গডসের বাস্তবিক জাতীয়তাবাদী ধারণা সম্পর্কে জানতে পারেন।
দ্বিতীয় দাবি- যেমন পন্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিবস শিশু দিবস হিসাবে পালন করা হয়, তেমনই দশম শিখ গুরু গোবিন্দ সিংহের দুই পুত্রের মৃত্যুর দিনকে বাল শহিদ দিবস হিসেবে পালন করা হোক।
তৃতীয় দাবি- নাথুরাম গডেসের মূর্তি, যা ২০১৭ সালে মহাসভার অফিস থেকে স্থানীয় পুলিশ প্রশাসন বাজেয়াপ্ত করে তা ফেরত দেওয়া হোক।
চতুর্থ দাবি- জেএনইউ ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মূর্তি যারা ভেঙেছে তাঁদের দেশদ্রোহী হিসেবে অভিযুক্ত করে গ্রেফতার করা হোক