পৃথিবীর যে কোনও দেশ থেকে হিন্দুরা এলে ভারতে তাঁদের স্থান দেওয়া হবে: দেবশ্রী চৌধুরী
রায়গঞ্জ: অসমে এনআরসি তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ নাগরিক। এনআরসির তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি বেঁচে থাকতে পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেবেন না। এদিকে রাজ্য বিজেপি নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হুঁশিয়ারি, শুধু অসমেই নয়, গোটা দেশে এনআরসি করা হবে। একইসঙ্গে অমিত শাহর হুঁশিয়ারি, সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে। এবার এনআরসি নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় শিশু ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীও।
শুক্রবার সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুরে দাড়িভিটে দলীয় এক কর্মসূচীতে অংশ নিয়ে বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী বললেন, চুক্তি অনুযায়ী পৃথিবীর কোনও দেশ থেকে হিন্দু এলে তাঁরা অনুপ্রবেশকারী হিসেবে গণ্য হবে না। তাদের ভারতে স্থান দেওয়া হবে।
রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর মন্তব্য অনুযায়ী, অসমের এনআরসি তালিকা থেকে হিন্দুরা তাহলে বাদ পড়ছে কেন? এই প্রশ্নই উঠে এসেছে। এনআরসি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, চুক্তি অনুযায়ী হিন্দুরা কখনই অনুপ্রবেশকারী হতে পারেনা।
দেবশ্রী চৌধুরী আরও বলেন, প্রয়োজনে এনআরসি গোটা দেশেই চালু হবে। কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, বহু অবৈধ অনুপ্রবেশকারী দেশের ভেতরে থেকে দেশকে টুকরো করার প্রচেষ্টা করছে। তা বন্ধ করতে এনআরসি চালু করা প্রয়োজন।