হিজাব পরেই এভারেস্ট জয় করবো: রিজওয়ানা খান সাইফি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: হিজাব পরেই পাহাড়, পর্বতে চড়েন। এবার হিজাব পরেই উত্তরপ্রদেশের হাপুর জেলার পিলখুওয়ার গরীব মুসলিম পরিবারের মেয়ে রিজওয়ানা খান সাইফি (Rizwana Khan Saifi)। সবাই তাকে হিজাবি পর্বতারোহি (Hijabi Mountaineer) নামে।
জানা গেছে, ২৮ বছর বয়সী রিজওয়ানার পরিবার আর্থিকভাবে খুবই দুর্বল। ৬ ভাই-বোনের সংসারে বড় হয়ে ওঠা রিজওয়ানার আর্দশ হলেন মহাকাশচারী কল্পনা চাওলা। পৃথিবীকে অনেক উঁচু থেকে দেখাটা স্বপ্ন রিজওয়ানার।
“Struggle either makes or breaks us.”
28-year-old ‘Hijabi Mountaineer’ Rizwana Khan Saifi is familiar with overcoming obstacles and hopes Mount Everest will be her next achievement 👇 pic.twitter.com/ompeps6ITG
— Al Jazeera English (@AJEnglish) June 20, 2023
গত বছর হিমাচলপ্রদেশের মাউন্ট ডাংমাছান জয় করেছেন রিজওয়ানা। এবার তার ইচ্ছে মাউন্ট এভারেস্ট জয় করার। ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি নিয়ে শুরু করে দিয়েছেন তিনি। আর্থিকভাবে দুর্বল হলেও রিজওয়ানার বাবা ইন্তেজার আলি সাইফি চেষ্টা করছেন অর্থ জোগাড়ের।