উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ
কলকাতা: গতকালই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন, জুনেই হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার আজ, বৃহস্পতিবার ঘোষিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ২০২১-এর সূচি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই সূচি প্রকাশ করেছে। সূচি অনুসারে আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৫ জুন থেকে। চলবে ৩০ জুন পর্যন্ত।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, করোনা বিধি মেনে চিরাচরিত পদ্ধতিতে পরীক্ষা হবে। প্রতিদিন ১টি করে পরীক্ষা হবে। নির্ধারিত সময় ৩ ঘণ্টা। তবে পরীক্ষার আগে প্র্যাক্টিক্যাল সেরে ফেলতে চাইছে সংসদ। ১০ মার্চ থেকে প্র্যাক্টিক্যাল পরীক্ষা শুরু হবে। চলবে ৩০ মার্চ পর্যন্ত। স্কুলগুলিকে ২০ এপ্রিলের মধ্যে প্র্যাক্টিক্যাল পরীক্ষার ফল বোর্ডে জমা দিতে হবে।
পাশাপাশি, উচ্চ মাধ্যমিকের সঙ্গেই ১৫ জুন থেকে শুরু হবে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা। চলবে ৩ জুলাই অবধি।
এক নজরে এবছরের উচ্চ মাধ্যমিকের সূচি:
১৫ জুন- প্রথম ভাষা (বাংলা, হিন্দি, নেপালি, ইংরেজি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি)
১৭ জুন- দ্বিতীয় ভাষা (ইংরেজি, হিন্দি, বাংলা, নেপালি, অলটারনেটিভ ইংরেজি)
১৮ জুন- ভোকেশনাল বিষয়
১৯ জুন- বায়োলজি, বিজনেস স্টাডি, রাষ্ট্রবিজ্ঞান
২১ জুন- গণিত, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস
২২ জুন- কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইভিএস, শারীরশিক্ষা, সংগীত, ভিজুয়াল আর্টস
২৪ জুন- দর্শন, সমাজবিদ্যা, কর্মাসিয়াল ল ও প্রিলিমিনারি অডিট
২৬ জুন- পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি
২৮ জুন- রসায়ন, সাংবাদিকতা, অর্থনীতি, সংস্কৃত, পার্সি, আরবি ও ফরাসি
৩০ জুন- স্ট্যাটেস্টিকস, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট


