রাহুল গান্ধী একজন অপরিণতমনস্ক নেতা: প্রকাশ জাভড়েকর
নয়াদিল্লি: বৃহস্পতিবার রাহুলের সাংবাদিক সম্মেলনের পর কংগ্রেস সভাপতিকে বিঁধলেন মানব সম্পদ উন্নয়ন (HRD) মন্ত্রী প্রকাশ জাভড়েকর। জাভড়েকরের অভিযোগ, রাফায়েল দুর্নীতি ও সিবিআই বিতর্ককে সংযুক্ত করে নিজের সীমা লঙ্ঘন করেছেন রাহুল গান্ধী। কংগ্রেস সভাপতির যাবতীয় মন্তব্য ভিত্তিহীন ও ভ্রান্ত বলে দাবি করেন জাভড়েকর। তিনি বলেন, সিবিআই কর্তাদের কেবলমাত্র ছুটিতে পাঠানো হয়েছে, অপসারণ করা হয়নি।
জাভড়েকর রাহুলকে তীব্র কটাক্ষ করে বলেন, বিষয়, ব্যবহার ও কর্মপদ্ধতি-সবক্ষেত্রেই রাহুল গান্ধী একজন ব্যর্থ নেতা ও সেই জন্যই প্রতিনিয়ত তিনি দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন। তবে, সাংবাদিক সম্মেলনে তিনি যা কিছু বলেছেন তাতে তিনি নিজের সীমা অতিক্রম করে ফেলেছেন, বলে জানিয়েছেন জাভড়েকর। এত অপরিণত রাজনৈতিক চিন্তাভাবনা সম্পন্ন একজন ব্যক্তি এই দেশ আগে দেখেনি বলেও মন্তব্য করেন জাভড়েকর।
Indian citizens are more mature than Rahul Gandhi. He lives in hallucination : Shri @PrakashJavdekar https://t.co/d38BTgwua1 pic.twitter.com/Wvr70DuhZ3
— BJP (@BJP4India) 25 October 2018
জাভড়েকর কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, রাজনৈতিক প্রাঙ্গনে নিজেদের হারানো জায়গা ফিরে পাওয়ার আর কোনও আশাই নেই কংগ্রেসের জন্য ও তাই ধৈর্যও কমছে রাহুলের। স্বপ্নের জগতে বাস করছেন কংগ্রেস সভাপতি ও সেই জন্যই রাফায়েল চুক্তি নিয়ে একের পর এক মিথ্যে তিনি বলেই চলেছেন বলে মন্তব্য করেন জাভড়েকর।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, প্রধানমন্ত্রীর মানসিক অবস্থাটা চিনুন। নিজের চৌকিদার ভাবমূর্তি বানিয়েছেন। এখন বুঝছেন, দুর্নীতি করেছি, ধরা পড়ে যাচ্ছি। তা না-হলে রাত ২টায় সিবিআই ডিরেক্টরকে সরালেন কেন? সকাল ৯টা-১০টা-১১টায় নয় কেন? আত্মঘাতী পদক্ষেপ রুখতে হত্যার চেষ্টা করতে হল। একদিনের জন্য আমি সাংবাদিক হয়ে রাফাল নিয়ে প্রধানমন্ত্রীকে তিনটি প্রশ্ন করতে চাই। কিন্তু তিনি টেবিল ছেড়ে পালিয়ে যাবেন।
সিবিআইয়ের অবশ্য দাবি, অলোক বর্মার টেবিলে রাফালের কোনও ফাইলই ছিল না। তাদের কাছে সমস্ত ফাইলের রেকর্ড আছে। দাসো’র সিইও এরিক ট্রাপিয়ার শুক্রবার জানিয়েছে, ভারত সরকারের চাপে নয়, তারাই অনিল অম্বানীর সংস্থাকে বেছে নিয়েছেন। রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাল ও সে কথা জানতো।