Sunday, March 16, 2025
দেশ

মানবিকতার নজির, কোমর জলে ২ নাবালিকাকে কাঁধে নিয়ে ১.৫ কিমি হাঁটলেন পুলিশকর্মী

আমেদাবাদ: ফের মানবিকতার নজির গড়লেন এক পুলিশকর্মী। গুজরাটের বন্যা কবলিত অঞ্চল থেকে দুই নাবালিকাকে উদ্ধার করে তাদের কাঁধে নিয়ে দেড় কিলোমিটার কোমর জল হাঁটলেন পুলিশ কর্মী পৃথ্বীরাজ জাদেজা। ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিতেই আবারও সাধুবাদ কুড়ালো পুলিশের মানবিক মুখ।

ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি শেয়ার করেছেন সেই ভিডিও। বিজয় রূপানি লিখছেন, উরদিধারী পুলিশ কর্মে মগ্ন! সরকারি কর্মী হিসেবে কনস্টেবল পৃথ্বীরাজ সিং জাডেজার প্রতিকূল পরিস্থিতিতেও কঠিন পরিশ্রম, সংকল্প এবং কাজের প্রতি নিষ্ঠা দেখার মতো।


ভিভিএস লক্ষ্মণ টুইটারে লিখেছেন, এভাবে দুই শিশুকে উদ্ধার করা কনস্টেবল পৃথ্বীরাজের ভিডিও মন ছুঁয়ে গেল। তাঁর সাহস এবং দায়িত্ব সত্যিই প্রশংসনীয়।

বিজেপি নেতা সুরেন্দ্র পুনিয়া টুইট করে জানান, আপনার এই সাহসিকতা দেশের মানুষকে অনুপ্রেরণা জোগাবে। গুজরাটের অ্যাডিশনাল ডিজিপি শামশের সিংও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখছেন, আমাদের কাঁধেই আমাদের নিরাপত্তা! মোরবির এক পুলিশ অফিসারের নায়কোচিত কর্ম।