মমতার কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে: গিরিরাজ সিং
বেগুসরাই: ফের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলেন, বাংলায় হিংসাত্মক রাজনীতি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অবসাদে ভুগেই তারা এমন করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, শনিবার বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চারজন। তারপরই এই মন্তব্য করেছেন গিরিরাজ।
তৃণমূলকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করে গিরিরাজ বলেন, উনি (মমতা) ঠিক সেই কৌশল নিয়েছেন, যা বামফ্রন্ট তাঁর ক্ষমতায় আসা রুখতে করেছিল। সেই প্রচেষ্টা মমতাই ব্যর্থ করে দিয়েছিলেন। প্রসঙ্গত, ২০১১ সালে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনকাল শেষ হয়েছিল তৃণমূলের জয়ের মধ্যে দিয়ে।
গিরিরাজ সিং আরো বলেন, ভোট থেকে ভোট, স্থানীয় থেকে লোকসভা নির্বাচন। মমতা বাংলার মানুষের ক্রোধের সম্মুখীন হয়েছেন। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। কিন্তু তিনি অবসাদ থেকেই এর ব্যবহার করছেন। মমতার কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, বিজেপি এবার লোকসভা ভোটে রাজ্যের ৪২টি আসনের ১৮টিতে জয়ী হয়েছে। তৃণমূলের থেকে চারটি মাত্র কম। মমতার দল পেয়েছে ২২টি ভোট।
গিরিরাজ সিং এর আগে মমতাকে বলেছিলেন, বিরোধী পক্ষকে চেপে রাখতে মমতা যতটা নিষ্ঠুর হয়েছেন, তার সঙ্গে একমাত্র তুলনা চলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-এর। তিনি বলেছিলেন, কিম জং উনের মতো আচরণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার বিরুদ্ধে কেউ সরব হলেই, তাঁকে হত্যা করা হচ্ছে। কাউকে ‘বিজয়যাত্রা’ বের করতে দেওয়া হচ্ছে না। যেভাবে মমতা তাঁর সরকার চালাচ্ছে, তাতে একটা বিষয় পরিষ্কার যে উনি সংবিধানের উপর বিশ্বাস করেন না। উনি প্রধানমন্ত্রীকে মান্য করেন না। কোনও নিয়মই উনি মানতে চান না। ওনার শেষের শুরু হয়ে গিয়েছে। কারণ মানুষ উন্নয়ন চাইছে।