ষষ্ঠী থেকে দশমী কোন দিন কেমন বৃষ্টি হতে পারে জেনে নিন
কলকাতা: বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজোর মুখে শেষ রবিবারে পুজোর বাজারে কেনাকাটা করতে বেরোবেন বলে যারা ভেবেছিলেন তাঁদের কপালে এখন চিন্তার ভাঁজ। স্বভাবতই চাপে বিক্রেতারাও। আজ, রবিবার সারাদিন বৃষ্টির পূর্বাভাস থাকায় পুজোর বাজার এখন মাটি হওয়া জোগাড়। টানা বৃষ্টিতে বাজারে কতটা ভিড় উপচে পড়ে সেটাই দেখার।
সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার সকালে শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে বৃষ্টি হয়েছে ১.৭ মিলিমিটার। বৃষ্টির যা মতিগতি তাতে পুজোর চারদিনেও বিশেষ স্বস্তি থাকবে না বলেই মনে হচ্ছে।
আবহাওয়া দফতর বলছে, আগামী পাঁচদিন রাজ্যের নানা জেলায় বৃষ্টির সম্ভাবনা। পুজোতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সুতরাং পুজোর বাজারের শেষবেলা নিজের বা পরিবারের জন্য মানানসই ছাতা বা রেইনকোট চাইলেই কিনে নিতে পারেন। মহালয়ার দিনেও সারা রাজ্যে ব্যাপক বৃষ্টি হয়েছে। এবছর দেবী দুর্গার ঘোড়ায় আগমন হলেও প্রকৃতির ক্যালেন্ডারে কিন্তু সে লক্ষণ স্পষ্ট নয়।
এক নজরে দেখে নিন পুজোর ষষ্ঠী থেকে দশমী কেমন থাকবে আবহাওয়া:
৪ অক্টোবর ষষ্ঠী: আকাশ মেঘলা, বিক্ষিপ্ত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা ৪০%। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা ৬০%। রাতের দিকে বৃষ্টি হতেও পারে।
৫ অক্টোবর সপ্তমী: আকাশ মেঘলা, বিক্ষিপ্ত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা ৫৩%। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা ৬০%। রাতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
৬ অক্টোবর অষ্টমী: আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা ৫১%। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা ৬০%। রাতের দিকে আকাশ পরিষ্কার হতে পারে। রাতে বৃষ্টির সম্ভাবনা ২৫%।
৭ অক্টোবর নবমী: আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা ৬১%, বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা ৬০%। রাতের দিকে কমতে পারে বৃষ্টি।
৮ অক্টোবর দশমী: আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা ৬১%। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা ৬০%। রাতে কমতে পারে বৃষ্টি।