হাতে থাকবে লাঠি-বঁটি, রথ আটকালে মহিলারা ঠ্যাঙাবে: লকেট
খড়গপুর: বিজেপির রথযাত্রা আটকালে তার প্রতিরোধে মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে মহিলা মোর্চার অনুষ্ঠানে এসে তিনি বলেন, রথযাত্রার শুরুতেই থাকবে মহিলারা। কেউ বাধা দিতে এলে লাঠি, বঁটি, ঝাঁটা তৈরি থাকবে। বেধড়ক ঠ্যাঙাবে।
বৈঠক শেষে লকেট চট্টোপাধ্যায় বলেন, গণতন্ত্র বাঁচানোর জন্য যে রথ বেরোবে, সেই রথে বাধা দিতে এলে বাড়ির মহিলারা ঝাঁটা, বঁটি, লাঠি হাতে বেরোবে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের। তাই বাড়ির মহিলারা এগিয়ে আসবেন এই গণতন্ত্র বাঁচানোর জন্য। আমাদের মহিলা বাহিনী রথযাত্রার শুরুতে থাকবে। হাতে থাকবে লাঠি, ঝাঁটা, বঁটি। যদি কেউ ঝামেলা করতে চায় তাহলে তাদের ঠ্যাঙাবে। আর যদি গণতান্ত্রিক উপায়ে রথযাত্রা হয়, তাহলে সবাই সুশৃঙ্খলভাবে যাবে।
উল্লেখ্য, আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রা (রথযাত্রা কর্মসূচি)। এই কর্মসূচি রুখতে ইতিমধ্যে তৎপর হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সিপিএম, কংগ্রেসও কর্মসূচি রুখতে তৎপর। তবে রথযাত্রা কর্মসূচি সফল করতে মরিয়া গেরুয়া শিবির। বিজেপি নেতাদের হুঁশিয়ারি, রথযাত্রা আটকাতে এলে সংঘর্ষ হবে। এর আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও একই কথা বলেছেন।