বিজেপি শাসিত হরিয়ানার স্কুল পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে ‘যোগা’
চণ্ডীগড়: আগামী বছর থেকে হরিয়ানার সমস্ত সরকারি স্কুলে যোগাকে আলাদা বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করা হবে। বুধবার সরকারের তরফে এই ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে যোগব্যায়াম অনুশীলনের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের সভাপতিত্বে হরিয়ানা যোগ পরিষদের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সরকার রাজ্যে আরও এক হাজার যোগশালা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যোগব্যবস্থা আগামী এপ্রিল, ২০২১ থেকে শুরু হওয়া একাডেমিক অধিবেশন থেকে রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়ে পৃথক বিষয় হিসাবে স্কুল পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হবে।
বৈঠকে কর্মকর্তারা জানিয়েছিলেন, আগামী শিক্ষাবর্ষের আগে থেকেই শিক্ষার্থীদের যোগব্যায়াম শেখানো হচ্ছে। পাঠ্যক্রমের ক্ষেত্রেও যোগা বাধ্যতামূলক বা ঐচ্ছিক বিষয় হবে এবং স্কুল শিক্ষা অধিদফতর এই লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে।
এর মাধ্যমে দেশের মধ্যে হরিয়ানাই প্রথম রাজ্য যাদের স্কুলগুলিতে যোগা অন্তর্ভুক্ত করা হচ্ছে। খাট্টার বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হল যোগাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়া এবং মানুষকে এটিকে তাদের জীবনযাত্রার অংশ হিসাবে গড়ে তুলতে উৎসাহিত করা।
মুখ্যমন্ত্রী বলেন, এই জন্য, গ্রাম পর্যায়ে যোগব্যায়াম, ব্যয়ামশাল এবং অন্যান্য পর্যাপ্ত অবকাঠামো তৈরি করা হচ্ছে। এদিনের সভায় স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী অনিল বিজ এবং যোগগুরু রামদেব উপস্থিত ছিলেন।


