Tuesday, November 18, 2025
দেশ

করোনা আক্রান্ত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার

ফরিদাবাদ: করোনা আক্রান্ত হলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। সোমবার করোনা টেস্ট করান মুখ্যমন্ত্রী। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এসেছে। টুইটারে নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

টুইটে মনোহর লাল খাট্টার লিখেছেন, সোমবার আমি করোনার টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। গত সপ্তাহ থেকে যে সমস্ত সহকর্মী এবং সহযোগী আমার সংস্পর্শে এসেছেন তাঁদের কাছে অনুরোধ, আপনারও দয়া করে টেস্ট করিয়ে নিন। আমার কাছের লোকজনের কাছে অনুরোধ, অবিলম্বে আপনারা আইসোলেশনে থাকুন।

উল্লেখ্য, দিন কয়েক পরেই হরিয়ানা বিধানসভার অধিবেশন শুরু হতে চলেছে। তার ঠিক দু’দিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হলেন।তবে এটাই প্রথম নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ দেশের বহু রাজনীতিবিদ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও।

ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ২৬ হাজার ৭৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৩ লাখ ৫৫ হাজার ৮২৩ জন। মারা গিয়েছেন ৫৭,৮৯১ জন। খাট্টারের রাজ্য হরিয়ানায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৩৮৬ জন। এর মধ্যে অ্যাক্টিভ কেস ৯ হাজার ছুঁইছুঁই। মৃত্যু হয়েছে ৬০৩ জনের।