হরিয়ানার পুরভোটে বিজেপির বিরাট জয়, ধরাশায়ী কংগ্রেস
কলকাতা ট্রিবিউন ডেস্ক: হরিয়ানার পুরভোটে বিপুল জয়ের মাধ্যমে রাজনৈতিক মঞ্চে নিজেদের শক্তি প্রমাণ করল বিজেপি। মোট ১০টি পুরনিগমের মেয়র পদের মধ্যে ৯টিতে জয়লাভ করেছে বিজেপি। কংগ্রেসকে কার্যত ধরাশায়ী করেছে পদ্ম শিবির। পাঁচ মাস আগে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে যেখানে বিজেপি ও কংগ্রেসের মধ্যে কাঁটায় কাঁটায় লড়াই হয়েছিল, সেখানে এবার পুরভোটে একতরফা জয় পেল বিজেপি। ১০টি আসনের মধ্যে ৯টিতে জয় পেয়েছে বিজেপি। একটি মাত্র আসন জিতেছে কংগ্রেস।
বিজেপির একক আধিপত্য
দিল্লির পড়শি রাজ্য হরিয়ানার পুরভোটে মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনির নেতৃত্বে বিজেপি একতরফা জয় ছিনিয়ে নিয়েছে। আম্বালা, গুরুগ্রাম, পানিপত, হিসার এবং ফরিদাবাদ—এই পাঁচটি বড় পুরনিগমের মেয়র পদ ইতিমধ্যেই দখলে নিয়েছে বিজেপি। এছাড়াও মানেসর, কার্নাল, সোনিপত এবং যমুনানগর পুরনিগমের মেয়র নির্বাচনে বিজেপি প্রার্থীরা কংগ্রেস প্রার্থীদের তুলনায় বড় ব্যবধানে জয়লাভ করেছেন।
হুডার গড়েও পদ্মের বিজয়
এই নির্বাচনে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো রোহতক পুরনিগমে বিজেপির জয়। রোহতক হলো কংগ্রেসের প্রভাবশালী নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডার নিজ শহর। সেখানে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। শুধু রোহতক নয়, বাকি ৯টি পুরনিগমের বেশিরভাগ ওয়ার্ডেও কংগ্রেসের চেয়ে অনেক এগিয়ে রয়েছে পদ্ম শিবির।
কংগ্রেসের একমাত্র সান্ত্বনা
এই নির্বাচনে কংগ্রেসের একমাত্র সান্ত্বনার জায়গা হলো ঝাজ্ঝর পুরসভা, যেখানে কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন। তবে এর বাইরে কংগ্রেসের কোনো উল্লেখযোগ্য সাফল্য নেই।
বিজেপি বিরোধীদের হতাশাজনক ফলাফল
এই নির্বাচনে অন্য কোনো দলও বিশেষ ছাপ ফেলতে পারেনি। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার আইএনএলডি, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার জেজেপি এবং অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি কোনো পুরসভাতেই উল্লেখযোগ্য ফল করতে পারেনি।
রাজনৈতিক বিশ্লেষণ
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির এই বিপুল জয়ের পেছনে রয়েছে মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনির সুদক্ষ নেতৃত্ব এবং সংগঠনের শক্ত ভিত্তি। অন্যদিকে, কংগ্রেসের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল এবং প্রার্থী নির্বাচনে দুর্বলতা তাদের এই বিপর্যয়ের কারণ বলে মনে করা হচ্ছে।
কংগ্রেসের জন্য বড় ধাক্কা
এই নির্বাচনের মাধ্যমে হরিয়ানায় বিজেপি আবারও নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। বিধানসভা নির্বাচনের তুলনায় পুরভোটে পদ্ম শিবিরের এমন একতরফা জয় নিশ্চিতভাবেই কংগ্রেসের জন্য বড় ধাক্কা।