Thursday, December 12, 2024
রাজ্য​

ভোটে হারতেই হাড়োয়ায় বিজেপি প্রার্থীর জমিতে তান্ডব, অভিযোগের তির তৃণমূলের দিকে 

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উপনির্বাচনের ফল প্রকাশের পর হাড়োয়া বিধানসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী বিমল দাসের বাড়ি ও জমিতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে সদরপুরে বিমলবাবুর চার বিঘা জমিতে তাণ্ডব চালানো হয়। অভিযোগ, আমবাগানের গাছ কেটে ফেলা হয়েছে, ফসল নষ্ট করা হয়েছে এবং সেচের পাম্পসেট ও ট্রাক্টর ভাঙচুর করা হয়েছে।

বিজেপি প্রার্থীর দাবি, স্থানীয় তৃণমূল কর্মীরাই এই হামলার পিছনে রয়েছে। তিনি বলেন, “তৃণমূলের সন্ত্রাসের এই চেহারা সারা রাজ্যের বাস্তবতা।”

তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই এই ঘটনা ঘটেছে। তৃণমূলের এক নেতার বক্তব্য, “বিজেপি উপনির্বাচনে ভরাডুবির পর হতাশায় নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।”

এদিকে, হাড়োয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।