Wednesday, April 24, 2024
খেলা

সৌরভ নাকি ধোনি? নেতা হিসেবে কে সেরা? জানালেন হরভজন সিং

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন হরভজন সিং। ২৩ বছর আগে ভারতীয় অভিষেক হয়েছিল তাঁর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে হরভজন ভারতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন যখন ধোনির নেতৃত্বে তিনি সবচেয়ে বড় শিরোপা জিতেছিলেন। অবসর ঘোষণার পর বড় প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। ভারতীয় দলে নেতা হিসেবে এগিয়ে কে? মহেন্দ্র সিং ধোনি নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়?

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হরভজন ধোনি এবং গাঙ্গুলীর অধীনে খেলার পার্থক্য সম্পর্কে বলেছেন। ভাজ্জির সাক্ষাৎকারে সৌরভ গঙ্গোপাধ্যায় যে ২২ গজের জহুরি সেটা বুঝিয়ে দিলেন। ‘দাদা’র প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি। 

হরভজন সিং বলেন, তাঁর ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে সমর্থন করেছিলেন। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নিজের ক্যারিয়ারের পরবর্তী পর্যায়ে তাঁকে সমর্থন করার জন্য ধোনির প্রতি কৃতজ্ঞতা জানান ভাজ্জি।

১৯৯৮ সালে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে হরভজন সিংয়ের অভিষেক হয়েছিল। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধীনে ১১৮টি ম্যাচ (ODI এবং টেস্ট সহ) খেলেছেন। ২৯ এর কমে গড়ে ২৭৩টি উইকেট সংগ্রহ করেন। ২০০১ সালে অনিল কুম্বলের অনুপস্থিতিতে হরভজন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ টেস্টে ৩২টি উইকেট তুলে নেন। যা ভারতের ঐতিহাসিক সিরিজ জয় ছিল। ধোনির অধীনে হরভজন ১৩৩টি ম্যাচে ২২৯ টি উইকেট পেয়েছে।

তবে সৌরভ নাকি ধোনি? নেতা হিসেবে কে এগিয়ে? এই প্রশ্নের উত্তরে হরভজন বলেন, এটি আমার জন্য সহজ উত্তর। সৌরভ গঙ্গোপাধ্যায় আমার ট্যালেন্ট চিনে ছিলেন, আমায় সুযোগ দিয়েছিলেন। সেই সময় আমার ওপর ভরসা করেছিলেন যখন আমি ‘কিছুই’ ছিলাম না। অন্যদিকে, ধোনি যখন অধিনায়ক হন, আমি তখন ‘কিছু’ ছিলাম। এটাই হয়েছে। এটা থেকে আপনাদের পার্থক্যটা বুঝে নিতে হবে।