Sunday, September 15, 2024
দেশ

হিন্দুপক্ষের বিরাট জয়, জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা করতে পারবে এএসআই, জানালো হাইকোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জ্ঞানবাপী কমপেক্সে সমীক্ষা চালাতে পারবে আর্কেওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া। বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট এই রায় দিলো। 

এদিন আদালত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) সমীক্ষা স্থগিত করার আবেদন খারিজ করে দিলো। মামলার রায়ে আদালত বলেছে, ‘এই সমীক্ষায় কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না।’ হাইকোর্ট মুসলিম পক্ষের আবেদন খারিজ করে দিয়েছে। জরিপ অবিলম্বে শুরু করার নির্দেশ দিয়েছে। 


এলাহাবাদ হাইকোর্ট বলেছে, ‘ন্যায়বিচারের স্বার্থে এএসআইয়ের সমীক্ষা অত্যন্ত জরুরি। এটি কিছু শর্তের অধীনে বাস্তবায়ন করা প্রয়োজন।’

এদিকে, জ্ঞানবাপী কমপ্লেক্সে ‘হিন্দু চিহ্ন’ এবং ‘প্রতীক’ রক্ষায় এলাহাবাদ হাইকোর্টে একটি আবেদন জমা পড়েছে। রাখি সিং এই আবেদন করেছেন। আরো বলা হয়েছে, বারাণসী হাইকোর্ট রায় না দেওয়া পর্যন্ত কমপ্লেক্সে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করা উচিত এবং জ্ঞানবাপী চত্বরে পাওয়া হিন্দু চিহ্নগুলোকে রক্ষা করা উচিত। এই মামলার পরবর্তী শুনানি ৭ আগস্ট।