দেশবাসীকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
নয়াদিল্লি: শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের ৫৫০তম জন্ম বার্ষিকীতে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে নমো লিখেছেন, আজ, শ্রী গুরু নানক দেবজির ৫৫০তম আবির্ভাব তিথি। এই বিশেষ দিন উপলক্ষে সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। এই দিনটিতে আমাদের কাছে গুরু নানক দেবের ন্যায়বিচারকে পাথেয় করে সমাজের জন্যে দেখা তাঁর স্বপ্নকে বাস্তবায়নের জন্য নিয়োজিত করার দিন।
৯ নভেম্বর কর্তারপুর করিডোর উদ্বোধনের সময় তাঁর ভাষণের ভিডিওটি টুইট করে মোদী বলেন, গুরু নানক দেব আমাদের সত্যিকারের মূল্যবোধের সঙ্গে বেঁচে থাকার গুরুত্ব শিখিয়েছেন এবং সততা ও আত্মবিশ্বাসের ভিত্তিতে এগিয়ে যাওয়ার পথও দেখিয়েছেন।
Today, on the very special occasion of the 550th Prakash Parv of Shri Guru Nanak Dev Ji, my greetings to everyone. This is a day to rededicate ourselves to fulfilling Shri Guru Nanak Dev Ji’s dream of a just, inclusive and harmonious society. pic.twitter.com/8LLUU0a3Jg
— Narendra Modi (@narendramodi) November 12, 2019
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইটে লিখেছেন, আমি শ্রী গুরু নানক দেবজির ৫৫০তম জন্ম জয়ন্তীর শুভ তিথি উপলক্ষে তাঁকে প্রণাম জানাই। এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড সেলেব্রিটিরাও। অসুস্থ অমিতাভ বচ্চনও, শুভেচ্ছা জানাতে ভুললেন না। টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন ঋষি কাপুর থেকে শুরু করে দিয়া মির্জাও।
গুরু নানক ১৪৬৯ সালের ১৫ই এপ্রিল লাহোরের নিকটে অবস্থিত রায় ভোয় কি তালবন্দী গ্রামে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে এই স্থানটি পাকিস্তানের নানকানা সাহিব নামে পরিচিত। গুরু নানকের বাবার নাম মেহতা কল্যাণ দাস বেদী এবং মাতার নাম ছিল তৃপ্তা দেবী। খ্রিস্টীয় ১৫০০ শতাব্দীতে গুরু নানক শিখ ধর্ম প্রতিষ্ঠা করেন। বর্তমানে শিখ ধর্ম বিশ্বের পঞ্চম বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী।