Monday, March 24, 2025
Latestবিনোদন

অস্কারের দৌড়ে ‘গালি বয়’, রণবীর-আলিয়ার গলার এক সুর ‘আপনা টাইম আয়েগা’

কলকাতা: ৯২ তম অস্কারের মঞ্চে সেরা ‘বিদেশী ভাষার চলচ্চিত্র’ বিভাগে ভারতকে প্রতিনিধিত্ব করতে চলেছে রণবীর-আলিয়া অভিনীত ছবি ‘গালি বয়’। রণবীর ও আলিয়া দু’জনেই টুইটারে জুরি সদস্যদের ধন্যবাদ জানিয়ে যেন এক সুরে গাইছে, আপনা টাইম আয়েগা।

শনিবার কলকাতায় অনুষ্ঠিত হয় অস্কার মনোনয়ন পর্ব। এবারই প্রথমবার এই ছবি নির্বাচনের আসর বসেছিল কলকাতায়। মনোনয়ন প্রত্যাশী ২৭টি সিনেমা থেকে জোয়া আখতারের এই সিনেমাটি নির্বাচন করেছে জুরিবোর্ড। সেখানে জুরি সদস্য হিসেবে উপস্থিত ছিলেন দ্য ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার চেয়ারপারসন অপর্ণা সেন, প্রতীম ডি গুপ্তা, অশোক বিশ্বনাথান, দেবজ্যোতি প্রমুখ।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক বিদেশি ভাষার ছবি হিসেবে দৌড়ে ছিল জোয়া আখতারের ‘গালি বয়’, ‘আর্টিকল ১৫’ ‘বাধাই হো’, ‘আন্ধাধুন’র মতো সিনেমা। এছাড়াও এই তালিকায় ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘নগরকীর্তন’, চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ‘তারিখ’সহ মোট ২৭টি সিনেমা। কিন্তু সবাইকে পিছনে ফেলে শেষ পর্যন্ত অস্কারের দৌড়ে নির্বাচিত হয়েছে ‘গালি বয়’।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ‘গালি বয়’। প্রথম দিনে আয় করে ১৯ কোটি ৪০ লাখ টাকা এবং দ্বিতীয় দিনে ব্যবসা করে ১৩ কোটি ১০ লাখ টাকা। সবমিলিয়ে ২০০ কোটি টাকার বেশি আয় করেছে ‘গালি বয়’।

প্রসঙ্গত, ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯২ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠান।