সুলতানের দেওয়া নাম ‘আমেদাবাদ’ বদলে কর্ণাবতী রাখার প্রস্তাব বিজেপির
আমেদাবাদ: উত্তরপ্রদেশের মোগলসরাই স্টেশন পাল্টে করা হল দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এলাহাবাদের নাম বদলে রাখা হল প্রয়াগরাজ। মঙ্গলবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা রাখার পর কয়েক ঘণ্টার মধ্যেই এবার আমেদাবাদের নাম বদলাতে উদ্যোগী হল গুজরাট সরকার। কোনও আইনি বাধা না-থাকলে, খুব শ্রীঘই আমেদাবাদের নাম বদলে কর্ণবতী রাখার ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে।
সুপ্রাচীন বাণিজ্যিক শহর আমেদাবাদের নাম কর্ণাবতীর রাখার মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে বিজয় রূপানির সরকার। মঙ্গলবার গান্ধীনগরে সাংবাদিকদের প্রশ্নে ডেপুটি মুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল বলেন, আইনি বাধা না থাকলে আমেদাবাদের নাম বদলে কর্ণাবতী রখা হবে।
Since long, there’s been demand to change name of Ahmedabad&rename it as Karnavati. If we get people’s support for legal process, we’re ready to change its name. People of Ahmedabad like the name Karnavati. Whenever time is appropriate we’ll change it: Nitinbhai Patel,BJP (06.11) pic.twitter.com/mQtNvx7oE7
— ANI (@ANI) 7 November 2018
ইতিহাস অনুযায়ী, দ্বাদশ শতাব্দী থেকে আমেদাবাদে মানুষের বসবাস। তখন একে বলা হত অশবল। অনহিলওয়ারার চালুক্য রাজা কর্ণ অশবলের রাজা ভিলকে যুদ্ধে পরাস্ত করে সবরমতী নদীর ধারে কর্ণবতী নামে শহর গড়ে তুলেছিলেন। ১৪১১ তে সুলতান আহমেদ শাহ এই শহরের নাম দেন আমেদাবাদ।
গুজরাটের ডেপুটি মুখ্যমন্ত্রী বলেন, আমেদাবদকে কর্ণাবতী নামকরণ করা হোক, মানুষ ভীষণ ভাবে চাইছেন। যদি আইনি ভাবে সমর্থন পাই, তা হলে কর্ণাবতী নাম রাখতে প্রস্তুত আমরা। উল্লেখ্য, আমেদাবাদই দেশের একমাত্র শহর যেটি ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে।