গিনেস বুকে রেকর্ড কুম্ভমেলায় ঝাঁটা হাতে ১০ হাজার সাফাইকর্মীর
প্রয়াগরাজ: উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভমেলায় একসঙ্গে ১০ হাজারেরও বেশি সাফাইকর্মী নেমেছিলেন ঝাঁটা হাতে। কয়েকটি দলে ভাগ হয়ে গোটা কুম্ভমেলা চত্বরের ময়লা সাফ করেন। কুম্ভমেলা প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগ ছিল রাজ্য স্বাস্থ্য দফতরের। একসঙ্গে ১০ হাজারের বেশি সাফাইকর্মীর যোগদানের নজির গিনেসে নেই। স্বভাবতই রেকর্ড বইয়ে জায়গা পেয়েছে এটি।
গত বৃহস্পতিবার আরও একটি গিনেস রেকর্ড হয়েছে প্রয়াগরাজে। ৩ দশমিক ২ কিলোমিটার এলাকাজুড়ে ৫০০ বাসের দীর্ঘ সারি নতুন এক বিশ্বরেকর্ড হিসেবে গিনেস বুকে স্থান করে নিয়েছে।
আগেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ কুম্ভমেলায় বাসের সারি পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষক পাঠিয়েছিল। পুরো বিষয় পর্যবেক্ষণের পর ৩ দশমিক ২ কিলোমিটার এলাকাজুড়ে ৫০০ বাসের প্যারেড বিশ্বরেকর্ড গড়েছে।
এর আগে আমিরাতের ৩৯তম জাতীয় দিবসে আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ হাইওয়েতে ৫ দশমিক ৮ কিলোমিটারজুড়ে থাকা ৩৯০টি বাস বিশ্বরেকর্ড হিসেবে গিনেস বুকে উঠেছিল। তবে এর আগে বিশ্বের কোথাও একসঙ্গে ৫০০ বাসের সারি চোখে পড়েনি।