রেললাইনে নেমে এয়ার পাইপ ঠিক করছিলেন গার্ড, চলতে শুরু করল ট্রেন (ভিডিও)
কলকাতা: ট্রেনের নিচে লাইনে নেমে এয়ার পাইপ মেরামতের কাজ করছিলেন গার্ড। তার পাশেই দাঁড়িয়েছিলেন আরপিএফ কর্মীরা। কিন্তু মেরামত কাজ শেষ হওয়ার আগেই হঠাৎ চলতে শুরু করে হাওড়া-দিঘা এসি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি। অবশেষে চেন টেনে থামানো হয় ট্রেন। দেখা যায় ট্রেনের তলায় থাকা একটি পাইপে চড়ে কোনওরকমে প্রাণ বাঁচিয়েছেন গার্ড। শুক্রবার বেলা ১১টা ১০ মিনিট নাগাদ হাওড়া স্টেশনে এই ঘটনাটি ঘটেছে। ঘটনায় শোরগোল পড়ে যায় হাওড়ার দক্ষিণ-পূর্ব রেল শাখায়। শুরু হয়েছে তদন্ত।
রেলের ওই গার্ডের নাম এস এন রায়। তাঁকে নিচে রেখে হঠাৎ ট্রেনটি চলা শুরু করলে দ্রুত চালককে ট্রেনটি থামানোর নির্দেশ দেওয়া হয়। উপস্থিত এক কর্মী ট্রেনে উঠে চেন টেনে ধরেন। কিন্তু ততক্ষণে প্রায় ৫০ মিটার গড়িয়ে যায় ট্রেনটি। তবে বুদ্ধি খাটিয়ে ওই সময়টুকু এয়ার পাইপে ঝুলেছিলেন ট্রেনের গার্ড। আর তাতেই প্রাণ বাঁচে তাঁর।
A major tragedy was averted by a whisker on Friday when the driver of Howrah-Digha express train suddenly started the engine & the train began moving while it’s guard was still conducting an emergency repair work on the AC pipeline.#UserGeneratedContent
(via @iindrojit) pic.twitter.com/AaMZFMzmB5— India Today (@IndiaToday) 10 November 2018
গার্ড এস এন রায়ের অভিযোগ, তাঁর তরফে সবুজ সংকেত ছাড়া কোনওভাবেই ট্রেন চালানো শুরু করতে পারেন না চালক। তিনি এ ঘটনার জন্য চালককে দায়ী করেছেন। এ ঘটনায় কারও গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানিয়েছেন, এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। তদন্ত কমিটি গঠন করা হয়েছে।