বছরের শুরুতেই বড় সাফল্য ইসরোর, পৃথিবীর কক্ষপথে পৌঁছল GSAT-30
নয়াদিল্লি: ২০২০ সালের প্রথম উৎক্ষেপণেই সফল হল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)। শুক্রবার ভারতীয় সময় রাত ২.৩৫ মিনিটে দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলবর্তী উৎক্ষেপণ কেন্দ্র ফ্রেঞ্চ গিনি থেকে ভারতের ৪১ তম যোগাযোগ উপগ্রহ (কমিউমিকেশন স্যাটেলাইট) জিস্যাট-৩০ উৎক্ষেপণ করে ইউরোপের বাণিজ্যিক লঞ্চার আরিয়ান-৫। সফলভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছে যায় GSAT-30 উপগ্রহটি।
উৎক্ষেপণ করার ৩৮ মিনিট ২৫ সেকেন্ড পরে উপবৃত্তাকার জিওসিনক্রোনাইজ ট্রান্সফার অরবিটে আরিয়ান ৫-এর উপরের অংশ থেকে পৃথক হয়ে যায় জিস্যাট-৩০। সফলভাবে কক্ষপথে প্রতিস্থাপিত হয় GSAT সিরিজের সবচেয়ে উন্নত এই কৃত্রিম উপগ্রহটি। এই মিশনের সময় কাল ১৫ বছর বলে ইসরো জানিয়েছে।
ইসরো জানিয়েছে, জিস্যাট-৩০ উৎক্ষেপণের ফলে টেলিভিশন সম্প্রচার, উপগ্রহ-নির্ভর সংবাদ সংগ্রহ, প্রত্যন্ত গ্রামে ডিটিএইচ, মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ পরিষেবা আরও ভালো হবে।
#GSAT30 successfully separated from the upper stage of #Ariane5 #VA251 pic.twitter.com/XraPhj37Xl
— ISRO (@isro) January 16, 2020
ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, দীর্ঘদিনের ইনস্যাট-4A উপগ্রহের পরিবর্তে জিস্যাট-৩০ কাজ করবে। ভারতের মূল-ভূখণ্ড ও দ্বীপগুলি-সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যোগাযোগ পরিষেবা প্রদান করবে এই জিস্যাট- ৩০। এছাড়া এশিয়ার অনেক দেশ ও অস্ট্রেলিয়ায় যোগাযোগ পরিষেবা প্রদান করবে উপগ্রহটি।