Monday, March 24, 2025
Latestআন্তর্জাতিক

পরিবেশ রক্ষায় ‘অল্টারনেটিভ নোবেল’ পুরস্কার পেলেন ১৬ বছরের গ্রেটা থুনবার্থ

নিউ ইয়র্ক: সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী ১৬ বছরের গ্রেটা থানবার্গকে ‘রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড’ দেয়া হচ্ছে যা ‘অল্টারনেটিভ নোবেল প্রাইজ’ নামে পরিচিত। বুধবার গ্রেটা থানবার্গসহ চার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। গত সোমবার  রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনের শুরুতে এক বক্তৃতায় গ্রেটা জলবায়ু পরিবর্তন রোধে ব্যর্থতার জন্য তীব্রভাষায় বিশ্বনেতাদের নিন্দা জানান।

থানবার্গকে পুরস্কারের জন্য মনোনীত করার কারণ ব্যাখ্যায় ‘রাইট লাইভলিহুড ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রেটা বিজ্ঞানের বাস্তবতার ভিত্তিতে জলবায়ু পরিবর্তন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের রাজনৈতিক দাবিকে আরও জোরাল এবং বিস্তৃত করেছেন।

গ্রেটার দাবি একটাই, পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি দিয়েও, পিছিয়ে আসছেন রাষ্ট্রনেতারা। আর তাতেই রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে ক্ষোভ উগড়ে দেন এই কিশোরী। গ্রেটার অভিযোগ, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিশ্বনেতারা তাঁর স্বপ্ন ও শৈশবকে চুরি করেছেন।

বিজয়ী চারজন পুরস্কার হিসেবে ১ মিলিয়ন ডলার করে পাবেন। গ্রেটা ছাড়াও এই পুরস্কার জিতেছেন, গোউও জিয়ানমেই, আমিনাতো হায়দর, দাবি কোপেনাওয়া।