করোনায় কাজ হারানো কর্মীদের তিন মাস অর্ধেক বেতন দেবে মোদী সরকার
নয়াদিল্লি: করোনার জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে মোদী সরকার ঘোষণা করল, করোনার জেরে গত চার মাসে কাজ হারানো কর্মীদের অর্ধেক বেতন দেওয়া হবে। জানা গিয়েছে, মোট ৪১ লাখ শ্রমিক কেন্দ্রের এই সুবিধা পাবেন। কাজ হারানো কর্মীদের তিন মাসের মাইনের ৫০ শতাংশ দেওয়া হবে।
কেন্দ্রের তরফে বলা হয়েছে, গত ২৪ মার্চ ও ৩১ ডিসেম্বর ২০২০ সালের মধ্যে চাকরি হারানো বা সম্ভাব্য চাকরি হারানোর ক্ষেত্রে এই ভাতা দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ারের পৌরহিত্যে Employees State Insurance Corporation (ESIC) বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে মোট ৪১ লাখ শ্রমিক উপকৃত হবেন।
কাজ হারানো শ্রমিকদের শেষ তিন মাসের গড় মাইনের ৫০ শতাংশ দেওয়া হবে। যে সমস্ত শ্রমিকরা মাসে ২১ হাজার টাকার কম রোজগার করেন তারা ESIC স্কিমের অন্তর্ভুক্ত।
আবেদনকারী কর্মীর আধার কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দেখা হবে সেই কর্মী এই টাকা পাওয়ার জন্য যোগ্য কিনা। যোগ্য বলে বিবেচিত হলে সরাসরি সেই কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে সরকার।


