দেশের সৎ মানুষ তাঁকে বিশ্বাস করেন, সমস্যা শুধু দুর্নীতিগ্রস্তদের: মোদী
কুরুক্ষেত্র: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশ থেকে দুর্নীতিকে উপড়ে ফেলতে বিজেপি সরকার প্রচারে আরও গতি আনবে। নিজেকে ‘চৌকিদার’ হিসেবে উল্লেখ করে তাঁর দাবি, যাঁরা দুর্নীতিগ্রস্ত, এই চৌকিদারকে নিয়ে তাঁদের সমস্যা রয়েছে। কিন্তু, যাঁরা সৎ, তাঁরা কিন্তু, তাঁকে বিশ্বাসই করেন।
মঙ্গলবার, হরিয়ানার কুরুক্ষেত্রে ‘স্বচ্ছ শক্তি ২০১৯’-এর অনুষ্ঠানে যোগ দিতে এসে মোদী দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রচারে সকলের সহযোগিতার প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক সৎ মানুষ এই এই ‘চৌকিদার’কে বিশ্বাস করেন। কিন্তু, যাঁরা দুর্নীতিগ্রস্ত, মোদিকে নিয়ে তাঁদের সমস্যা রয়েছে।
Addressing a programme in the historic land of Kurukshetra in Haryana. Watch. https://t.co/bx27OQ0E3T
— Narendra Modi (@narendramodi) 12 February 2019
এদিনের অনুষ্ঠান থেকে নাম না করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিংহ হুডা এবং কংগ্রেস সভাপতি রাহুল গাঁন্ধীর ভগ্নিপতি রবার্ট বঢরাকে আক্রমণ করেন মোদী। তিনি বলেন, হরিয়ানার কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলি। এর জন্য এখানকার কয়েকজনের মোদীকে পছন্দ নয়। কারণ, তাঁরা সমস্যায় পড়েছেন।