Monday, November 17, 2025
দেশ

চিনকে রুখতে ভয়ঙ্কর ইজরায়েলি ‘আকাশের চোখ’ ‘ফ্যালকন’ কিনছে ভারত

নয়াদিল্লি: পূর্ব লাদাখে চিনা আগ্রাসন রুখতে প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। এবার ইজরায়েলের কাছ থেকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের দুটি ফ্যালকন অ্যাওয়াকস (এয়ারবোর্ন ওয়ার্নিং অ্য়ান্ড কন্ট্রোল সিস্টেমস) কিনছে ভারত। উল্লেখ্য, ভারতীয় বায়ুসেনার হাতে ইতিমধ্যেই তিনটি ফ্যালকন অ্যাওয়াকস আছে।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, আরও ২টি ফ্যালকন কেনার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্বে রয়েছে। চলতি সপ্তাহেই নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির (সিসিএস) বৈঠকে এ সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন মিলতে পারে।

ইজরায়েলি ফ্যালকন ফাইটার জেটগুলিকে নিখুঁত ভাবে লক্ষ্য চিহ্নিত করতে সাহায্য করে। পাশাপাশি, ভৌগলিক সীমানা অর্থাৎ নিজের এলাকা না পেরিয়েও শত্রুপক্ষের সেনাবাহিনীর তৎপরতার উপর নজরদারি চালাতে পারে। বায়ুসেনা তাই একে ‘আকাশের চোখ’ বলে থাকে।

প্রসঙ্গত, গত বছর পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটিতে হামলায় ১২টি মিরাজ-২০০০ ফাইটার জেটকে সফল ভাবে পরিচালনা করেছিল ইজরায়েলি ফ্যালকন অ্যাওয়াকস।

ভারতে হাতে থাকা ৪০০ কিলোমিটার পাল্লার ৩টি ফ্যালকন অ্যাওয়াকস ৩৬০ ডিগ্রি ক্ষেত্র জুড়ে নজরদারিতে সক্ষম। তবে শুধু দু’টি ফ্যালকনই নয়, সিসিএস আরও কিছু প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ছাড়পত্র দিতে পারে বলে খবর। লাদাখে মোতায়েনের জন্য ২০০টি ট্যাকটিকাল ড্রোন কেনার সিদ্ধান্ত নিতে চলেছে সিসিএস। এর ফলে চিনা সেনার গতিবিধির উপর নজরদারির আরও নিখুঁত হবে।