ভুয়ো খবর ছড়িয়ে কাশ্মীরকে অশান্ত করতে চাইছেন রাহুল: রাজ্যপাল সত্যপাল মালিক
শ্রীনগর: এবার প্রাক্তন কংগ্রেস সভাপতি ও ওয়াইনাড সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ তুললেন জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক।
সোমবার রাহুল মন্তব্য করেন, জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ঠিক নেই। একাধিক জায়গায় হিংসার খবর। তিনি নিজে কাশ্মীরে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এরপরই রাহলকে উদ্দেশ্য করে রাজ্যপাল সত্যপাল মালিক বলেন, আমি রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানাচ্ছি কাশ্মীরে আসার। আমি বিমান পাঠাব। সেই বিমানে ঘুরে তিনি পরিস্থিতি দেখুন, তারপর কথা বলুন। আপনি দায়িত্বজ্ঞানসম্পন্ন মানুষ। আপনার এরকম মন্তব্য করা উচিত নয়।
J&K Governor’s Office: Governor has already referred the matter to the local Administration which will get in touch with the MP at a convenient time. Governor has no further statement to make on this issue. https://t.co/n39XMKXJ20
— ANI (@ANI) August 14, 2019
জবাবে রাহুলের পাল্টা টুইট, বিরোধী দলের নেতাদের নিয়ে একসঙ্গে কাশ্মীর যেতে চাই। আপনার উষ্ণ নিমন্ত্রণ গ্রহণ করে জম্মু-কাশ্মীর ও লাদাখ সফর করতে চাই। আমাদের এয়ারক্রাফ্ট লাগবে না। শুধু স্বাধীনভাবে সফর ও কাশ্মীরের মানুষ, রাজনৈতিক নেতা ও আমাদের সেনার সঙ্গে কথা বলতে দিতে হবে।
এর জবাবে রাজ্যপাল সত্যপাল মালিক জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের বিষয়টি ইচ্ছাকৃতভাবে রাজনীতিকরণ করছেন রাহুল। এই ধরনের আচরণ করে পরিস্থিতি অশান্ত করে তুলতে চাইছেন রাহুল।
পাশাপাশি মালিকের অভিযোগ, কাশ্মীর অবস্থা সম্পর্কে ভুয়ো খবর বিশ্বাস করে রাহুল এই ধরনের মন্তব্য করছেন। মালিকের পরামর্শ, কাশ্মীর সম্পর্কে জানতে হলে ভারতীয় চ্যানেলগুলি দেখুন যারা সেখানকার পরিস্থিতি নিয়ে সঠিক তথ্য পরিবেশন করছে।