কার্নিভালে আমায় অপমান করেছে রাজ্য সরকার, চোখে জল এসে গিয়েছিল: রাজ্যপাল
কলকাতা: রাজ্যের শাসকদল তৃণমূল সরকার বনাম রাজ্যপাল জগদীপ ধনকর সংঘাত এবার চরমে পৌঁছোল। কার্নিভালের দিন তাঁকে ডেকে অপমান করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে তাঁকে অপমান করেছে রাজ্য সরকার। এমন বিস্ফোরক অভিযোগই করলেন রাজ্যপাল জগদীপ ধনকর।
রেড রোডে গত ১১ অক্টোবর দুর্গা পুজোর কার্নিভালে তাঁকে সস্ত্রীক আমন্ত্রণ জানিয়ে অপমান করছে রাজ্য সরকার। মমতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মঙ্গলবার রাজ্যপাল বলেন, আমায় ডেকে অপমান করা হয়েছে। ৪ ঘণ্টা ধরে বসিয়ে রাখা হয়েছিল, কিন্তু একবারও দেখানো হয়নি। তাঁকে ‘ব্ল্যাক আউট’ করা রাখা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।
রাজ্যপাল বলেন, আমায় ডেকে পুজো কার্নিভালের দিন অপমান করা হয়েছে। ৪ ঘণ্টা ধরে বসেছিলাম, তবে আমাকে কোথাও দেখানো হয়নি। আমার নামোল্লেখ পর্যন্ত করা হয়নি। কার্নিভাল অনুষ্ঠানে আমার জন্য আলাদা মঞ্চ তৈরি করা হয়েছিল। এই অপমান শুধু আমায় করা হয়নি। বাংলার মানুষকে অপমান করা হয়েছে, বাংলার সংস্কৃতিকে অপমান করা হয়েছে। আমি খুবই ব্যথিত ও মর্মাহত। তবে আমি আমার সাংবিধানিক দায়িত্ব পালন করে যাব।
রাজ্যপাল প্রশ্ন তুলেছেন, রাজ্যের প্রথম নাগরিক হওয়া সত্ত্বেও কেন তাঁর সঙ্গে এই ব্যবহার করা হল? রাজ্যপাল জানান, তাঁর চোখে জল এসে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। সেদিন তিনি প্রায় ‘কেঁদে ফেলেছিলেন’ বলেও জানান জগদীপ ধনকর। তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান। তিনি রাজ্যের প্রথম নাগরিক। তা সত্ত্বেও কেন তাঁর সঙ্গে সেদিন এমন ব্যবহার করা হল? প্রশ্ন তুলেছেন রাজ্যপাল।