কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন রাজ্যপাল জগদীপ ধনকর
কলকাতা: ‘জেড প্লাস’ নিরাপত্তা পেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। মঙ্গলবার থেকেই রাজ্যপাল জগদীপ ধনকড়ের নিরাপত্তার দায়িত্বে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এ দিন সল্টলেকের সাই -কমপ্লেক্সে এক অনুষ্ঠানে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল জগদীপ ধনকর ‘জেড প্লাস’ বেষ্টনীতেই হাজির হন।
রাজভবন সূত্রে জানা গেছে, রাজ্যপাল জগদীপ ধনকর ত্রিস্তরীয় নিরাপত্তা আবৃত থাকেন। এবার থেকে প্রথম দু’টি স্তরের সুরক্ষায় থাকছে কেন্দ্রীয় বাহিনী। তারপর থাকছে পুলিশ। অর্থাৎ, রাজ্যপালের নিরাপত্তা হিসেবে নবান্ন থেকে যে ব্যবস্থা করেছিল, তা বহাল রয়েছে।
রাজভবন সূত্রে খবর, এবার থেকে ৬ জন সিআরপিএফ জওয়ানের একটি গাড়ি সবসময় রাজ্যপালের কনভয়ের সঙ্গে থাকবেন। রাজ্যপালের নিরাপত্তায় স্বরাষ্ট্রমন্ত্রকের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পর থেকেই রাজ্যের সঙ্গে নানা বিষয়ে বারে বারে সংঘাতে জড়িয়ে পড়েন জগদীপ ধনকর। গত ১৯ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রকের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়ও তাঁকে ঘেরাও করে পড়ুয়া বিক্ষোভের পরই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।