Monday, February 10, 2025
দেশ

‘বিজেপি ফের ক্ষমতায় এলে চার টুকরো হবে পাকিস্তান’

নয়াদিল্লি: বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী জানিয়েছেন, বিজেপির সঙ্কল্প হওয়া উচিৎ, ফের ক্ষমতায় এলে পাকিস্তানকে চার টুকরো করে দেওয়া।

পাশাপাশি ইমরান খানকে ফের একবার আক্রমণ করে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, শুধু বিরোধীরা নন, তাঁর প্রাক্তন স্ত্রী রেহম খান পর্যন্ত বলেছেন, পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান সেনার হাতের পুতুল। তাঁদের শেখানো বুলিই তিনি বলেন। সেনার মদতেই প্রধানমন্ত্রীর আসনে বসেছেন।

সুব্রহ্মণ্যম স্বামীর কথায়, পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান আসলে সেদেশের সেনার ‘টেপ রেকর্ডার’। তাই তাঁর সঙ্গে কথা বলে সময় নষ্ট করার চেয়ে পাক সেনা জেনারেলের সঙ্গেই ভবিষ্যতে ভারতের কথা বলা উচিত।

অভিনন্দন বর্তমানকে ছাড়া প্রসঙ্গে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, ইসলামাবাদ শান্তি স্থাপন করতে তাঁকে ছাড়েনি। জেনেভা নিয়ম অনুযায়ী তাঁকে ফেরত দিতেই হতো।