শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে
কলম্বো: সোমবার শ্রীলঙ্কার নয়া প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন গোটাবায়া রাজাপাকসে। শ্রীলঙ্কার প্রাচীন রাজ্য অনুরাধাপুরার রুয়ানওয়েলি সেয়া বৌদ্ধ মন্দিরে তাঁকে এদিন শপথ বাক্য পাঠ করান দেশটির প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া। নির্বাচনে জয়ী হওয়ার একদিন পরেই শপথ নিলেন প্রাক্তন এই সেনা কর্মকর্তা।
৫.২ শতাংশ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পার্টির সজিথ প্রেমদাসাকে পরাজিত করেছেন গোটাবায়া রাজাপাকসে। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর তাঁকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদী লিখেছেন, রাজাপাকসে আপনাকে অভিনন্দন। আশা করছি আমরা একসঙ্গে কাজ করতে পারব।
নির্বাচনে প্রায় ৫৪ শতাংশ ভোট পান গোটাবায়া রাজাপাকসে। শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, তাঁর সরকার জাতীয় নিরাপত্তাকে প্রাধান্য দেবে। তাছাড়া নিরপেক্ষ বৈদেশিক নীতি মেনে দেশ পরিচালনা করবে।
গোটাবায়া রাজাপাকসে প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপাকসের ছোট ভাই। তিনি তামিল বিদ্রোহ দমনকালে শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব ছিলেন। এই নির্বাচনে সন্ত্রাসকেই ইস্যু করেছিলেন তিনি। চলতি বছরের গত এপ্রিলে চার্চ থেকে হোটেল, পার্ক–কলম্বো শহরে বিস্ফোরণে নিহত হয় ২৫০’রও বেশি মানুষ। ভোট প্রচারে সেটাকেই হাতিয়ার করেছিলেন রাজাপাকসে।