কেরল আমার কাছে বারাণসীর মতোই প্রিয়: মোদী
তিরুবনন্তপুরম: নরেন্দ্র মোদীর বিজেপি ৩০০-র বেশি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তবে সারা দেশে যে দু’-একটি রাজ্যে বিজেপি এবার ভালো ফল করতে পারেনি, তার অন্যতম হল কেরল। কেরলে ২০ টি আসনের মধ্যে ১৯টি আসনই কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জিতেছে। কিন্তু দ্বিতীয়বার শপথ নেওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমেই গেলেন কেরলে। শনিবার তিনি তিন দিন মালদ্বীপ ও শ্রীলঙ্কা সফরের আগে যান কেরলের বিখ্যাত গুরুবায়ুর মন্দিরে।
পরে এক জনসভায় তিনি বলেন, আমার কাছে কেরল আর বারাণসীর মধ্যে কোনও ফারাক নেই। এই নিয়ে দ্বিতীয়বার বারাণসী থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মোদী। তিনি বোঝাতে চেয়েছেন, কেরলে বিজেপি খারাপ ফল হলেও তিনি বারাণসী কেন্দ্রের সঙ্গে কেরলের ভোটারদের কোনও পার্থক্য করেন না।
মোদী বলেন, গণতন্ত্রে নির্বাচনের আলাদা ভূমিকা আছে। যে জিতছে তাঁর দায়িত্ব ১৩০ কোটি মানুষের খেয়াল রাখা। যাঁরা আমাদের ভোট দিয়েছেন, বা যাঁরা দেননি, প্রত্যেকেই আমাদের আপন। কেরলও আমার কাছে বারাণসীর মতোই প্রিয়। তাঁর দল শুধু নির্বাচনে জেতার জন্য পরিশ্রম করেন না। বিজেপি কর্মীরা পরিশ্রম করেন সারা বছর ধরে মানুষের সেবা করার জন্য। মোদী জানান, আমরা এখানে শুধু সরকার গড়ার জন্য আসিনি। আমরা এসেছে নিশ্চিত করতে যে, ভারত বিশ্বজুড়ে উপযুক্ত সম্মান পাবে।
পাশাপাশি ‘গণতন্ত্রের উৎসব’ পালন করার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, আমি জনগণকে কুর্নিশ জানাই। তাঁরাই আমার ভগবান। তিনি জোর দিয়ে বলেন, বিজেপি সরকার সকলের জন্য সমানভাবে কাজ করবে। কারো প্রতি বৈষম্যমূলক আচরণ করবে না। মোদীর কথায়, আমি সকলের সেবক। আমি চাই, দেশ গৌরবের আসনে প্রতিষ্ঠিত হোক। আমরা জিতি বা হারি, জনগণের সেবা করে যাব। বিজেপি হল ‘জন সেবক’। বিজেপি কর্মীরা সারা জীবন জনগণের সেবা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।