Sunday, June 22, 2025
Latestদেশ

রাজ্যের উন্নয়নের স্বার্থে, প্রত্যেকেই বিজেপিকে সমর্থন করব, বলল হরিয়ানার নির্দল প্রার্থীরা

নয়াদিল্লি: হরিয়ানা বিধানসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে বিজেপি। ঠিক এহেন পরিস্থিতিতে হরিয়ানা লোকহিত পার্টির নেতা গোপাল কান্ডা ঘোষণা করেছেন, তাঁদের ৬ জন নির্দল বিধায়ক বিজেপিকে নিঃশর্ত সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত। হরিয়ানায় এই নিয়ে ৮ জন নির্দল বিধায়ক বিজেপিকে সমর্থন জানানোর প্রস্তাব দিয়েছে।

কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে এদিন সকালেই দিল্লিতে পৌঁছান মনোহর লাল খট্টর। তিনি জানিয়েছেন, হরিয়ানায় বিজেপি সরকার গঠনের বিষয়ে আশাবাদী। হরিয়ানার পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে গভীর রাত থেকে বৈঠক শুরু হয় যা শুক্রবার সকাল পর্যন্ত চলে।

৯০ সদস্যের হরিয়ানা বিধানসভাতে বিজেপি ৪০ টি আসন পেয়েছে। কংগ্রেস ৩১ টি আসন পেয়েছে। জননায়ক জনতা পার্টি ১০টি আসন পেয়েছে। হিসাব অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠতা পেতে জেজেপির ১০ জন বিধায়কেরও বেশি সমর্থন প্রয়োজন হবে কংগ্রেসের।

লোকহিত পার্টির নেতা ৫৩ বছর বয়সী গোপাল কান্দা বলেন, আমরা বিজেপিকে নিঃশর্ত সমর্থন করব। আমার বাবা আরএসএসে ছিলেন, তাই আমরা এই পরিবারেরই অংশ। আমরা সকলেই বিজেপিকে সমর্থন করতে রাজি হয়েছি। বিজেপিকে অন্য যারা সমর্থন করবেন বলে আশা করা হচ্ছে তাঁরা হলেন নয়ন পাল রাওয়াত, ধরমপাল গোদার, সোমবীর সংঘওয়ান, বলরাজ কুণ্ডু, রন্ধির গৌন্ডাল এবং রঞ্জিত সিং।