গুগলে ‘ভিখারি’ লিখে সার্চ করলেই ইমরান খানের ছবি
ইসলামাবাদ: গুগলে ‘ভিখারি’ লিখে সার্চ দেখা যাচ্ছে ইমরান খানের মুখচ্ছবি। ইমরান খানের সঙ্গে সার্চে ভিখারির সম্পর্কটা পাকিস্তানের অর্থনৈতিক দৈন্যদশাকেই ফুটিয়ে তুলছে। প্রগুগল অ্যালগোরিদম জনিত কোনও ত্রুটির কারণে প্রবল আর্থিক মন্দা এবং কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক স্তরে কোণঠাসা হয়ে পড়া পাক প্রধানমন্ত্রী নেট দুনিয়ার চোখে ক্রমেই উপহাসের পাত্র হয়ে উঠছেন।
সপ্তাহ খানেক আগে পাকিস্তানের এক পেঁয়াজ বিক্রেতা টুইটে লিখেছিলেন, ঈদের আর বাকি ৩-৪ দিন। কিন্তু বাজার একেবারে ভালো না। আমরা সবজি আর পেঁয়াজের জন্যে ভারতের ওপর নির্ভর করি। ঈদে রান্নার জন্যে এগুলো অতি জরুরি পণ্য। আমি নিশ্চিত, পেঁয়াজের দাম সামনে বাড়বে। আমরা কী খাবো বলে ইমরান খান চাইছেন? ঘাস?
গুগল সার্চে ‘বেগার’ বা ‘ভিখারি’ লিখলে অবশ্য ইমরানকে নিয়ে ‘বেগার’ বা ‘ভিখারি’ সংক্রান্ত যত খবর হয়েছে সেগুলো এবং সংশ্লিষ্ট ছবি বেরিয়ে আসছে। এ বছরের ফেব্রুয়ারিতে দেখা গেছে, গুগলে ‘বেস্ট টয়লেট পেপার ইন দ্য ওয়ার্ল্ড’ লিখে সার্চ দিলে সেখানে পাকিস্তানের পতাকা চলে আসে।
প্রবল আর্থিক সংকটে থাকা সত্ত্বেও সম্প্রতি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার সিদ্ধান্তের বিরোধিতা করে চলতি মাসের গোড়ায় ভারতের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছেদ করে ইসলামাবাদ। তার আগেই অবশ্য চিন, সৌদি আরব এবং আইএমএফ-এর কাছে বিশাল অঙ্কের ঋণের বোঝা চেপে বসেছে পাকিস্তানের ঘাড়ে।
২০১৯ সালের জুন মাস পর্যন্ত হিসাব অনুযায়ী, পাকিস্তানের মূদ্রাস্ফীতির হার ছিল ৮.৯%। এই মুহূর্তে পাকিস্তানের বিদেশি মুদ্রার পরিমাণ মাত্র ৭,৭৬০ কোটি ডলার, যার বাংলাদেশের ৩২,০০০ কোটি ডলারের চেয়েও অনেক কম। এমনকি পাক জিডিপি নেমে এসে দাঁড়িয়েছে ৪ শতাংশে।