Monday, March 17, 2025
Latestদেশ

বিজেপির মুখে মহাত্মা গান্ধী, মনে নাথুরাম গডসে: আসাদুদ্দিন ওয়েইসি

মুম্বাই: ২ অক্টোবর সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাড়ম্বরে পালিত হল মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী। এদিনই বিজেপি সরকারকে আক্রমণ করে লোকসভার সাংসদ ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি বললেন, মহাত্মা গান্ধীকে একবারই হত্যা করেছিলেন তাঁর ঘাতক নাথুরাম গডসে, আর আজকের গডসেরা গান্ধীর ভারতকে প্রতিদিন খুন করছে! ওয়েইসি বলেন, গান্ধীর অনুগামীদের এই প্রিয় দেশকে রক্ষা করার আবেদন জানাচ্ছি।

পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এনআরসি ইস্যুতে তীব্র আক্রমণ করেন ওয়েইসি। ঔরঙ্গাবাদে এক জনসভা থেকে তিনি বলেন, নরেন্দ্র মোদী ও অমিত শাহ বলেই চলেছেন যে, সারা ভারতে এনআরসি করবেন। ওঁরা ভুলে যাচ্ছেন, ভারতের একটি সংবিধান আছে।

ওয়েইসির অভিযোগ, বিজেপি একটা দোকান চা‌লাচ্ছে গান্ধীর নামে। এই সরকার গান্ধীজির নামে গোটা দেশকে বোকা বানাচ্ছে।বিজেপিকে আক্রমণ করে ওয়েইসি বলেন, বর্তমান সরকার নাথুরাম গডসেকে নিজেদের ‘হিরো’ বলে মনে করে। গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন তিনটি বুলেটের সাহায্যে। আর এখানে মানুষ রোজ মারা যাচ্ছেন।

ওয়েইসির বক্তব্যে উঠে আসে কৃষক আত্মহত্যার প্রসঙ্গও। তিনি বলেন, গান্ধীর অহিংসাকে বোঝার এটাই সময়। গান্ধীজি কৃষকদের ব্যাপারে ভাবতেন। কিন্তু আজ কৃষকরা আত্মহত্যা করছে। কী করছে বর্তমান কেন্দ্রীয় সরকার?